শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

একদিনেই ৪৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করলো কল অব ডিউটি

স্পোর্টস ডেস্ক

১৮:০৪, ২৩ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৮:২২, ২৩ ডিসেম্বর ২০২১

৫৪৮

একদিনেই ৪৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করলো কল অব ডিউটি

কল অব ডিউটি একটি জনপ্রিয় ই-স্পোর্টস ফ্র্যাঞ্চাইজ
কল অব ডিউটি একটি জনপ্রিয় ই-স্পোর্টস ফ্র্যাঞ্চাইজ

কল অব ডিউটি (সিওডি) এর টুইটারে জানিয়েছে প্রতারণার অভিযোগে তারা একদিনেই ৪৮ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।

এ অ্যাকাউন্টগুলো ফ্র্যাঞ্চাইজটির জনপ্রিয় দুইটি গেইম ‘কল অব ডিউটি: ভ্যানগার্ড’ ও ‘কল অব ডিউটি: ওয়ারজোন’-এর সাথে সম্পৃক্ত।

এর আগে রিকোশেট নামের একটি শক্তিশালী প্রতারণা-প্রতিরোধী (অ্যান্টি-চিট) ব্যবস্থা চালু করে কল অব ডিউটি। এরপর বট ও হ্যাকারদের দৌরাত্ম্য থেকে গেইমগুলোকে মুক্ত রাখতে নিয়মিতই প্রচুর সংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করছে এটি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে নিউ মিউজিক্যাল এক্সপ্রেস (এনএমই) নামের একটি ব্রিটিশ গণমাধ্যম।

এক টুইটার পোস্টে এ নিষিদ্ধকরণের খবর জানায় কল অব ডিউটি। সেখানে অনেকে সিদ্ধান্তটির প্রশংসা করেছেন। তবে অনেক খেলোয়াড় জানিয়েছেন তারা গেমের একটি ত্রুটি’র (গ্লিচ) সুবিধা নিয়ে ক্যামো ব্যবহার করেছিলেন বলে তাদের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতারণার বা চিট-এর মাধ্যমে খেলোয়াড়রা গেইমের ভেতরে বাড়তি সুবিধা নিতে পারেন। এতে তারা সাধারণ খেলোয়াড়দের চেয়ে এগিয়ে থাকেন। ফলে সাধারণ খেলোয়াড়দের পক্ষে হ্যাকার ও চিটারদের পরাভূত করা প্রায় অসাধ্য হয়ে ওঠে। এর ফলে গেইম খেলার আনন্দ নষ্ট হয় প্রকৃত খেলোয়াড়দের জন্য।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত