রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করলো নাসার মহাকাশযান

সাই-টেক ডেস্ক

১৯:২২, ১৫ ডিসেম্বর ২০২১

৫৩৬

প্রথমবারের মতো সূর্যকে স্পর্শ করলো নাসার মহাকাশযান

প্রথমবারের মতো নাসা’র কোনো মহাকাশযান সূর্যকে “স্পর্শ” করেছে। সূর্যের করোনামণ্ডলে প্রবেশ করেছে এটি।

করোনামণ্ডল প্লাজমার তৈরি। এটি সূর্যকে ঘিরে থাকা এর সবচেয়ে বাইরের অঞ্চল।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন-এর একটি সভায় সূর্যের করোনামণ্ডলে মহাকাশযান প্রবেশের খবর জানান বিজ্ঞানীরা। ২০২১ সালের এপ্রিল মাসে দ্য পার্কার নামের ওই সোলার প্রোবটি সূর্যের করোনামণ্ডল দিয়ে উড়ে যায়। তা থেকে প্রাপ্ত ডেটা হাতে আসতে ও সেই ডেটা পরীক্ষা করতে এতদিন সময় লেগেছিল বিজ্ঞানীদের। খবর দ্য গার্ডিয়ান-এর।

২০১৮ সালে দ্য পার্কার-কে উৎক্ষেপণ করা হয়। এটি কমপক্ষে তিনবার সফলভাবে করোনামণ্ডলের ভেতরে প্রবেশ করে আবার বাইরে বেরিয়ে এসেছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জন হপকিন্স ইউনিভার্সিটির একজন বিজ্ঞানী নুর রাউয়াফি এ ঘটনাকে “আকর্ষণীয়ভাবে উত্তেজনাকর” হিসেবে বর্ণনা করেছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত