রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আগামী বছর থেকে কম্পিউটারে খেলা যাবে প্লে স্টোরের গেইম

সাই-টেক ডেস্ক

১৯:২০, ১১ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৯:২৪, ১১ ডিসেম্বর ২০২১

৪৪৮

আগামী বছর থেকে কম্পিউটারে খেলা যাবে প্লে স্টোরের গেইম

আগামী বছর থেকে উইন্ডোজচালিত কম্পিউটারে প্লে স্টোরের গেইমগুলো আনার চিন্তা করছে গুগল। এ উদ্দেশ্যে উইন্ডোজের জন্য একটি গুগল প্লে অ্যাপ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে কোম্পানিটি।

দ্য ভার্জ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন গুগলের অ্যান্ড্রয়েড ও গুগল প্লে গেইমের প্রোডাক্ট ডিরেক্টর গ্রেগ হার্ট্রেল।

তিনি বলেন, ২০২২ সাল থেকে খেলোয়াড়রা তাদের প্রিয় গেইমগুলো আরও অন্যান্য ডিভাইসে উপভোগ করতে পারবেন। তারা নির্বিঘ্নে ফোন, ট্যাবলেট, ক্রোমবুক, উইন্ডোজ পিসি ইত্যাদিতে এসব গেইম খেলতে পারবেন।

নতুন এ অ্যাপটির আরেকটি বিশেষ সুবিধা হতে যাচ্ছে যে ব্যবহারকারী চাইলে কোনো গেইমের নির্দিষ্ট অংশ পর্যন্ত অ্যান্ড্রয়েডচালিত মোবাইল, ট্যাবলেট বা ক্রোমবুকে খেলার পর তার পরের অংশ থেকে পিসিতে খেলা শুরু করতে পারবেন। গুগলের এ অ্যাপটি উইন্ডোজ ১০ ও তার পরের ভার্সনগুলোতে চলবে।

এর আগে মাইক্রোসফট তাদের নবাগত উইন্ডোজ ১১-তে গ্রাহকদের অ্যান্ড্রয়েড গেইম খেলার সুযোগ করে দেওয়ার কথা জানায়। তবে এতে কেবল অ্যামাজন অ্যাপস্টোর থেকে গেইম সংগ্রহ করার পর সেগুলো খেলা যায়, গুগল প্লে স্টোর থেকে গেইম খেলার সুযোগ এতে নেই।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত