সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১১০০০ সাইট নিয়ে দেশের সবচেয়ে বিস্তৃত ৪.৫জি রবি`র

০৭:৪১, ৩০ জুলাই ২০২০

৮২২

১১০০০ সাইট নিয়ে দেশের সবচেয়ে বিস্তৃত ৪.৫জি রবি`র

দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে ১১ হাজারের বেশি ৪.৫জি সাইট চালু করল রবি। এর ফলে ভিডিও স্ট্রং ৪.৫জি নেটওয়ার্কে সেরা অবস্থান নিশ্চিত করল অপারেটরটি। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রতিটি উপজেলায় ৪.৫জি নেটওয়ার্ক সম্প্রসারিত করে এই মাইলফলক অর্জন করেছে তারা। দেশের ৮০ শতাংশ মানুষ এখন রবির ৪.৫জি নেটওয়ার্কের আওতাভুক্ত--অন্য কথায় দেশের প্রতি ৫ জনের মধ্যে ৪ জনের কাছেই রবির ভিডিও স্ট্রং ৪.৫জি নেটওয়ার্ক পৌঁছে দেয়া হয়েছে।

বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনের সাথে ভিডিও কলিং এর মাধ্যমে যোগাযোগ রাখা, পছন্দের সিনেমাগুলি স্ট্রিমিং করা, টিউটোরিয়ালের মাধ্যমে প্রতিদিন নতুন কিছু শেখা, লাইভ করা, বন্ধুদের সাথে ভিডিও গেমিং কিংবা শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যম উপভোগ করার জন্য রয়েছে রবির বিস্তৃত ৪.৫জি ভিডিও স্ট্রং নেটওয়ার্ক।

অত্যাধুনিক ডাইন্যামিক স্পেকট্রাম প্রযুক্তি ব্যবহার করে রবির ৪.৫জি নেটওয়ার্কে সেরা ভিডিও সেবা নিশ্চিত করার জন্য স্পেকট্রাম ব্যবহারের ক্ষেত্রে নিজেদের সবচেয়ে দক্ষ অপারেটর হিসাবে প্রতিষ্ঠা করেছে। একমাত্র অপারেটর হিসেবে ইউ৯০০/এল ৯০০ স্পেকট্রাম প্রযুক্তি ব্যবহার করে অভ্যন্তরীণ কভারেজের ক্ষেত্রেও প্রশ্নাতীতভাবে সেরা অবস্থানে রয়েছে রবি। দেশের প্রথম অপারেটর হিসেবে ৪.৫জি নেটওয়ার্কেই এইচডি মানের ভলটিই (ভয়েস ওভার এলটিই) সেবা গ্রাহকদের দিয়ে যাচ্ছে রবি।

এই অর্জন সম্পর্কে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “আমাদের ৪.৫জি সেবা বলে দেয় ডিজিটাল ভবিষ্যতে সেরা অবস্থান ধরে রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমি খুব গর্বিত যে প্রথম অপারেটর হিসেবে ১১ হাজারের বেশি ৪.৫জি সাইটের মাইলফলক অর্জন করেছি। এর ফলে ভিডিও স্ট্রং ৪.৫জি নেটওয়ার্কে গ্রাহকদের প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল অফার দেয়ার সুযোগ আরো প্রসারিত হয়েছে।”

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত