ফেসবুকের নিউজ ফিডে নিয়ন্ত্রণ বাড়বে ব্যবহারকারীদের
ফেসবুকের নিউজ ফিডে নিয়ন্ত্রণ বাড়বে ব্যবহারকারীদের
বর্তমানে যারা ফেসবুক ব্যবহার করেন তাদের নিউজ ফিডে অনেক অপ্রয়োজনীয় তথ্য আপনাআপনি এসে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক চাচ্ছে এমনটা যেন না হয়। অর্থাৎ আপনি যেসব তথ্য দেখতে চাইবেন কেবল সেগুলোই আপনার নিউজ ফিডে শো করানো হবে। বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
উদাহারণস্বরুপ বলা যায়, বন্ধু এবং পরিবারের সদস্যদের পোস্ট আপনার নিউজ ফিডে বেশি বেশি দেখানো হবে। আর কমিয়ে দেওয়া হবে বিভিন্ন অপ্রয়োজনীয় গ্রুপ ও পেজের পোস্ট। পাশাপাশি ইতোমধ্যেই বিদ্যমান অ্যাক্সেস করা সহজ অপশনে আরও নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি করা হবে।
ফেসবুক জানিয়েছে, ‘প্রথমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে অল্প সংখ্যক লোকের মধ্যে এই পরীক্ষা শুরু করবো। আসন্ন সপ্তাহগুলোতে তা ধীরে ধীরে প্রসারিত হবে। নিউজ ফিডের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে এটি আমাদের পদক্ষেপের অংশ। যেন তারা যা বেশি দেখতে চায় সেগুলোই দেখে এবং যা চায় না সেগেুলো না দেখতে পায়।’
বর্তমানে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। সম্প্রতি তারা নিজেদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রেখেছে মেটা। এবার সাইট ব্যবহারকারীদেরও ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট