শেখ হাসিনা সফটওয়্যার পার্ক: কর্মসংস্থানে নতুন দিগন্ত
শেখ হাসিনা সফটওয়্যার পার্ক: কর্মসংস্থানে নতুন দিগন্ত
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক |
বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোরে কর্ম সংস্থানের দুয়ার খুলে দিয়েছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। উদ্বোধনের তিন বছরেই পার্কটিতে দুই হাজারেরও বেশি তরুণ-তরুণীর কাজের সুযোগ পেয়েছে। এই সংখ্যা অচিরেই ২০,০০০ ছাড়াবে বলে আশা করা হচ্ছে।
শিল্পায়নে পিছিয়ে থাকা যশোর পিছনে ছিল কর্মসংস্থানেও। জেলায় চাকরির বাজারও ছিল মন্দা। আইটি বা তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পর এ জেলার তরুণদের চাকরির জন্য ছুটতে হতো রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রামে।
তবে এখন দিন বদলেছে বলে জানান স্থানীয়রা। আর এই দিন বদলের সূচনা করেছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। স্থানীয় তরুণরা স্বপ্ন দেখছেন যশোরে থেকেই সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার।
যশোর শহরের নাজির শঙ্করপুর এলাকায় ১২ একরের কিছু বেশি জমিতে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক করতে সরকারের ব্যয় হয়েছে ৩১০ কোটি টাকা। ২০১৭ সালের ১০ ডিসেম্বরে পার্কটি উদ্বোধন করা হয়।
এখানকার বিনিয়োগকারীরা জানান, সরকার যেসব স্বল্প মেয়াদি প্রশিক্ষণ দেয়, তাতে কোনো দক্ষ কর্মী তৈরি হয় না। ফলে বেশিরভাগ পদ এখনো খালি আছে। আশানুরূপ বিনিয়োগ না হওয়ায় কর্মসংস্থান কম তৈরি হয়েছে। তবু এটি ঘিরেই নতুন দিনের সম্ভাবনা আছে যথেষ্ট।
অ্যাবাকাস সফট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির ইকবাল নান্নু বলেন, পিছিয়ে পড়া দেশের প্রথম ডিজিটাল জেলা এগিয়ে নিতে ভূমিকা রাখছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। বৃহত্তর যশোর অঞ্চলের কর্মসংস্থানের দুয়ার খুলেছে এটি।
আইটি পার্কের কর্মী নাজমুল সাকিব বলেন, ‘আমরা এখানে বিভিন্ন অনলাইন মার্কেটের সঙ্গে বিভিন্ন আইটি সম্পর্কিত কাজ গুলো করে থাকি। যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের মতো প্রতিষ্ঠান চালু হওয়ায় আমার মতো তরুণ শিক্ষার্থী বা যাদের লেখাপড়া শেষ হয়ে গেছে তাদের কর্ম সংস্থানের সৃষ্টি হয়েছে বা হবে। এই পার্কের মাধ্যমে আমরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারছি।’
পার্কটির ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বলেন, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে তুলনামূলক ভাড়া বেশি। এছাড়া আমরা সর্বোচ্চ রেটে বিদ্যুৎ বিল দিয়ে থাকি। এই বিদ্যুৎ বিল কমানোর বা বিলটা বিশেষ শিল্পজোনের আওতায় আনা প্রয়োজন।
তিনি আরও বলেন, পার্কে যারা উদ্যোক্তা রয়েছেন দিন দিন তাদের কর্মকান্ড সম্প্রসারিত হচ্ছে। যারা আরও কর্মকান্ড বৃদ্ধি করতে চায় সরকার যদি তাদের বিভিন্ন বিনিয়োগের ব্যবস্থা করে দেয়, তাহলে সরকার যে লক্ষে পার্কটি নির্মাণ করেছে সেটি দ্রুত বাস্তবায়িত হবে। পার্কে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কর্তৃপক্ষ যদি পণ্যগুলো প্রমোশন করার ব্যবস্থা করে তাহলে নতুন নতুন বিনিয়োগ পাওয়া সহজ হয়ে যাবে।
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান টেক সিটি। টেক সিটির ব্যবস্থাপক মেজর (অব.) এম ইউ সিকদার জানান, সারাদেশের ৩৯টি হাইটেক পার্কের মধ্যে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কটি রোল মডেল ও পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। এখানকার উদ্যোক্তারা যাতে সফল হতে পারেন সে জন্য সরকার ব্যাপক সুযোগ-সুবিধা দিচ্ছে। তাদের ১৫ বছরের জন্য ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। এছাড়া উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বমানের যেসব সুযোগ-সুবিধা আছে সেগুলোও ভর্তুকি মূল্যে দিচ্ছে। পাশাপাশি করোনার কারণে আইটি বিজনেসে ধাক্কা লাগায় উদ্যোক্তাদের আট মাসের ভাড়া মওকুফ করেছে সরকার।
যা আছে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে
যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে রয়েছে ডেটা সংরক্ষণের জন্য দেশের দ্বিতীয় সার্ভার স্টেশন। গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত প্রথম সার্ভার স্টেশনে কোনও সমস্যা হলে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের যাবতীয় ডেটা এখান থেকেই উদ্ধার করা যাবে। যেকোনও সময় যেকোনও প্রয়োজনে এখান থেকেই ডেটা উদ্ধার করা সম্ভব হবে।
এখানে রয়েছে ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও ইন্টারনেট সরবরাহ ব্যবস্থা। পার্কটিতে ফাইবার অপটিক কানেক্টিভিটি রয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য ১১ হাজার কেভিএম বৈদ্যুতিক সাবস্টেশন এবং দুই হাজার কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করা হচ্ছে। পার্কের মূল ভবনের সামনে পাঁচ একরের একটি বিশাল জলাধার রয়েছে।
১৫ তলা এমটিবি ভবন (প্রতিটি ফ্লোরে ১৪ হাজার বর্গফুট হিসেবে দুই লাখ ৩২ হাজার বর্গফুট স্পেস) ফাইভ স্টার মানের ১২ তলা ডরমেটরি ভবন, অত্যাধুনিক কনভেনশন সেন্টারের সঙ্গে রয়েছে আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা। জলাবদ্ধতা নিরসনে রয়েছে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ ব্যবস্থা। জাপানি উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী ডরমেটরি ভবনের ১১ তলার পুরোটা জুড়ে আন্তর্জাতিকমানের জিম স্থাপন করা হয়েছে। সবগুলো ভবন নির্মাণ করা হয়েছে ভূমিকম্প প্রতিরোধক কম্পোজিট (স্টিল ও কংক্রিট) কাঠামো সাপেক্ষে। রাখা হয়েছে ৩৩ কেভি পাওয়ার সাব-স্টেশন, ফাইবার অপটিকাল ইন্টারনেট লাইন এবং অন্যান্য ইউটিলিটি সার্ভিসের সুবিধা।
বর্তমানে ৪৫টি সফটওয়্যার কোম্পানি এখানে কাজ করছে।
পার্কের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জাহাঙ্গীর আলম বলেন, ছয় প্রতিষ্ঠানের মাধ্যমে এ পার্কের কার্যক্রম শুরু হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে অনুমোদন চেয়ে ৫৫টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে সেখান থেকে ৩৯টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। দিন দিন এর সংখ্যা বাড়বে। প্রকল্প পরিচালক আরও বলেন, স্টার্টআপ কোম্পানি হিসেবে তরুণদের বিনামূল্যে পুরো একটি ফ্লোর বরাদ্দ দেওয়া হচ্ছে।
খুলনা বিভাগের ১০ জেলাকে টার্গেট করেই যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা হয়েছে। দেশ-বিদেশের আইটি শিল্প উদ্যোক্তারা এখানে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এ পার্কে মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কল সেন্টার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (আর অ্যান্ড ডি) কাজ গুলো সম্পন্ন হবে।
২০১০ সালের ২৭ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে একটি বিশ্বমানের আইটি পার্ক স্থাপনের ঘোষণা দেন। এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে যশোরের বেজপাড়া শংকরপুর এলাকায় এই আইটি পার্কের নির্মাণ কাজ শুরু হয়। ১২ দশমিক ১৩ একর জমির ওপর আইটি পার্কটি প্রতিষ্ঠিত হয়েছে। ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাইটেক পার্কে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।
ভারত থেকে আনা অপটিকাল ফাইবারের সংযোগ এ পার্ক থেকেই শুরু হয়েছে। ১২ তলা ডরমেটরি ভবনের ছাদে বসানো হয়েছে স্যোলার প্যানেল সিস্টেম। ফলে যে কোন বৈদ্যুতিক গোলযোগে বিকল্প হিসেবে এই স্যোলার প্যানেল ব্যবহার করা হবে।
ধারণা করা হচ্ছে, ১২ হাজার লোকের আয়ের উৎস হবে এই পার্ক।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট