সার্ভার সমস্যা, মুক্তির দিনেই হতাশ করলো পাবজি: নিউ স্টেইট
সার্ভার সমস্যা, মুক্তির দিনেই হতাশ করলো পাবজি: নিউ স্টেইট
১১ নভেম্বর বাংলাদেশ সময় সকালে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে মুক্তি পায় ক্রাফটন-এর পাবজি: নিউ স্টেইট গেমটি। কিন্তু, ইনস্টল করার পরও গেইমটিতে প্রবেশ করতে পারছেন না খেলোয়াড়রা।
গেইম ওপেন করার চেষ্টা করা হলেও সার্ভারের সমস্যার কারণে গেইমটিতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন অনেকেই। এ সময় পর্দায় 'আনেবল টু কানেক্ট টু দ্য সার্ভার' বার্তা দেখিয়ে লোডিং স্ক্রিন ৩৮%-এ এসে আটকে থাকছে।
এরপর সকাল সাড়ে দশটায় পাবজি: নিউ স্টেইট কর্তৃপক্ষ এক টুইটবার্তায় গেইমটির অফিসিয়াল লঞ্চিং দুই ঘণ্টা পেছানোর ঘোষণা দেয়। অর্থাৎ, বাংলাদেশ সময় দুপুর ১২টার আগে গেইমটি খেলা যাবেনা।
বহুল প্রত্যাশিত এ গেইমটি মুক্তির পরই এভাবে হতাশ করল মোবাইল গেমিং কম্যিউনিটিকে। এ ঘটনায় প্রভাব পড়েছে গেইমটির রেটিং-এ। গুগল প্লে স্টোরে অনেক গ্রাহক এই সমস্যার ফিরিস্তি তুলে কম রেটিং দিচ্ছেন। ফলে গেইমটির রেটিং এখন নামতে নামতে ৩.৮-এ এসে ঠেকেছে।
দীর্ঘ নয় মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (১১ নভেম্বর) অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের জন্য মুক্তি পায় ব্যাটল রয়াল গেইম পাবজি: নিউ স্টেইট।
এর আগে ২০২১ সালের ফ্রেব্রুয়ারিতে পাবজি ফ্র্যাঞ্চাইজ-এর এ নতুন গেইমটির ঘোষণা করা হয়। এরপর প্রথমে গুগল প্লে স্টোর ও পরে অ্যাপ স্টোরে গ্রাহকদের প্রি-রেজিস্ট্রেশনের জন্য সুযোগ করে দেওয়া হয়।
ক্রাফটন-এর তৈরি করা এ গেইমটির পটভূমি ২০৫১ সাল। নতুন এ গেইমটিকে আগের পাবজি'র চাইতে আগাগোড়া ঢেলে সাজিয়েছে কোম্পানিটি।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট