রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহাকাশ থেকে পৃথিবীর জলবায়ু নিরীক্ষণ করবে ইউরোপীয় সংস্থা

সাই-টেক ডেস্ক

১৫:৩৫, ১০ নভেম্বর ২০২১

আপডেট: ১৫:৪৪, ১০ নভেম্বর ২০২১

৫৩২

মহাকাশ থেকে পৃথিবীর জলবায়ু নিরীক্ষণ করবে ইউরোপীয় সংস্থা

টিআরইউটিএইচএস মিশন
টিআরইউটিএইচএস মিশন

জলবায়ু পরিবর্তনকে আরও ভালোভাবে বোঝা ও এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশে পৃথিবীর শক্তি-ভারসাম্য নিয়ে গবেষণা করবে ইউরোপিয়ান স্পেইস এজেন্সি (ইএসএ) ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো।

পৃথিবীর শক্তি-ভারসাম্য হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আগত শক্তি ও পৃথিবী থেকে নিঃসৃত হওয়া শক্তির মধ্যকার পার্থক্য। এ মিশনের লক্ষ্য হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে কী পরিমাণ তাপ আটকে যাচ্ছে তা জানা।

স্পেইস ডট কম-এর খবর অনুযায়ী মিশনটির নাম দেওয়া হয়েছে টিআরইউটিএইচএস (ট্রেইসেবল রেডিওমেট্রি আন্ডারপিনিং টেরেসট্রিয়াল অ্যান্ড হেলিও- স্টাডিজ)। এই মিশনের অংশ হিসেবে ২০২৯ সালে পৃথিবীর কক্ষপথে একটি স্যাটেলাইট পাঠানো হবে। তবে মিশনের কর্তাব্যক্তিরা এখনো তহবিল বিষয়ক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।

এর আগে গত ৩ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ২৬ সম্মেলনে এই মিশনটির কথা ঘোষণা করা হয়। মিশনটি সম্পন্ন হলে এটি পৃথিবীর জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুসন্ধানে একটি বেঞ্চমার্ক তৈরি করবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত