রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

সাই-টেক ডেস্ক

১৬:১৩, ৯ নভেম্বর ২০২১

আপডেট: ১৪:৫৯, ১০ নভেম্বর ২০২১

৪৩৮

পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

পৃথিবীতে ফেরত আসা ক্রু-২ মিশনের চার নভোচারী
পৃথিবীতে ফেরত আসা ক্রু-২ মিশনের চার নভোচারী

স্পেসএক্স ক্রু-২ মিশনের চার নভোচারী ড্রাগন ক্যাপসুলে চড়ে পৃথিবীতে ফিরে এসেছেন। সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আটলান্টিক মহাসাগরে অবতরণ করেন।

সিনেট-এর খবর অনুযায়ী, ফ্যালকন-৯ রকেটে করে চারজন নভোচারীর আরেকটি দল ক্রু-৩ মিশনের অংশ হিসেবে আগামী দুদিন পর মহাকাশে পৌঁছাবেন। এর আগে পরিকল্পনা ছিল ফ্লোরিডা থেকে ক্রু-৩ এর সদস্যদের নিয়ে রকেট পৌঁছাবে মহাকাশ স্টেশনে। সেখানে ক্রু-২-এর সদস্যরা নবাগতদের হাতে স্টেশনের ভার বুঝিয়ে দিয়ে ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরে আসবেন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আসা যাওয়ার দুটো মিশনের সময়ই বদলাতে হয়।

তীব্র বাতাসের কারণে ক্রু-২-এর অবতরণ রবিবার থেকে সোমবারে আনা হয়। এর আগে ক্রু-৩-এ মিশনের জন্য হ্যালোউইনের দিন (৩১ অক্টোবর) ধার্য করা হলেও আবহাওয়া ও একজন নভোচারীর ছোটখাট শারীরিক অসুবিধার কারণে তা বারবার পরিবর্তিত হয়।

১৯৯ দিন মহাকাশে থাকার পর পৃথিবীতে ফেরত আসা ক্রু-২ মিশনের নভোচারীরা হলেন নাসা'র শেইন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি'র (জেএএক্সএ) আকিহিকো হোশিদে, এবং ইউরোপিয়ান স্পেইস এজেন্সি'র (ইএসএ) থমাস পেসকাত।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত