রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্যাপিগ্রাফি: আপনার আগেই মনের খবর জেনে যায় স্মার্টফোন!

সাই-টেক ডেস্ক

১৫:৩২, ৭ নভেম্বর ২০২১

আপডেট: ১৫:৪০, ৭ নভেম্বর ২০২১

৩৭৯

ট্যাপিগ্রাফি: আপনার আগেই মনের খবর জেনে যায় স্মার্টফোন!

দিনের মধ্যে আপনি কতবার আপনার স্মার্টফোনের পর্দা স্পর্শ করেন? অথবা সেই স্পর্শগুলোর মধ্যকার বিরতি কতটুকু, তা কি-ই-বা অর্থ বহন করে? এসব প্রশ্ন বা তার উত্তরগুলো আপনার কাছে তুচ্ছ ও অপ্রয়োজনীয় মনে হলেও প্রযুক্তির দুনিয়ায় এ তথ্যগুলো ব্যবহার করে জানা যেতে পারে আপনার মানসিক অবস্থা!

কোয়ান্টঅ্যাকশন নামক একটি ইউরোপীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্টফোন ব্যবহারের এ দিকটি নিয়ে কাজ করছে। দ্য গার্ডিয়ানকে এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ও স্নায়ুবিজ্ঞানী অর্ক ঘোষ জানান, 'ট্যাপিগ্রাফি প্যাটার্ন, অর্থাৎ একজন ব্যবহারকারীর স্মার্টফোনে ট্যাপ করার সময় ও ধাঁচের তথ্য ব্যবহার করে ওই ব্যক্তির মানসিক অবস্থা জানা সম্ভব।' বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে স্মার্টফোন ট্যাপ সংক্রান্ত তথ্যগুলো সহজেই জানা যায়।

অর্ক ঘোষ আরও একজন বিজ্ঞানীর সাথে মিলে এ বিষয়ে একটি গবেষণাপত্রও প্রকাশ করেছেন। তার গবেষণা মতে স্মার্টফোন ব্যবহারের দৈনিক ও সাপ্তাহিক ছন্দ মানুষের দৈনন্দিন আচরণের ওপর প্রভাব ফেলে। স্মার্টফোনের পর্দা স্পর্শ করার দ্রুতি দিনের বিভিন্ন সময়ে ভিন্ন হয়। আর ঘুমানোর আগে স্মার্টফোন ব্যবহার করার ক্ষমতা সবচেয়ে কমে যায়।

বর্তমানে কোয়ান্টঅ্যাকশন-এর পরিকল্পনা হচ্ছে এ প্রযুক্তির উন্নয়ন সাধন করা। তবে ঘোষ চাইছেন ভবিষ্যতে এ প্রযুক্তিকে চিকিৎসাবিজ্ঞানে কাজে লাগানো। তার একটি অন্যতম লক্ষ্য হলো মৃগীরোগের কাঁপুনি ওঠার আগেই তা জানতে পারা।

ঘোষ আরেকটি গবেষণাপত্রে দেখিয়েছেন যে মৃগীরোগীরা সংজ্ঞাহীন হওয়ার আগে তাদের মস্তিষ্কে যে নিগূঢ় পরিবর্তন ঘটে তা তাদের স্মার্টফোনের ট্যাপিং প্যাটার্ন পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পায়। ঘোষ আশা করেন, 'ভবিষ্যতে এই তথ্য বিশ্লেষণ করেই মৃগীরোগীকে আগেভাগে সতর্ক করতে পারা যাবে।'

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত