শর্ত না মানলে বার্তা মুছে দেবে টুইটার
শর্ত না মানলে বার্তা মুছে দেবে টুইটার
সামাজিক যোগাযোগ মাধ্যমেই ভুয়া খবর সবচেয়ে বেশি ছড়ায়। এ সমস্যা ঠেকাতে উদ্যোগ নিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।
টুইটারের নতুন ফিচারের মাধ্যমে কোনো ব্যবহারকারী বিদ্বেষপূর্ণ মন্তব্য করলেই তাকে টুইটারের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হবে। কোনো মন্তব্যের জন্য যেন বিদ্বেষ ছড়িয়ে না পড়ে, তার জন্যই নিয়ে আসা হচ্ছে এই নতুন ফিচার।
বর্তমানে রেগুলার টুইট অ্যাকশন বারের মাধ্যমে কোনো কোনো টুইটে কন্টিনিউ রিপ্লাই আসতে থাকে। এ ছাড়া সেখানে রিপ্লাই, রিটুইট, লাইক এবং শেয়ার অপশনের বাটনও থাকে। এর ফলে যে কোনো টুইটেই কমেন্ট করা যায় বা সেটি রিটুইট করা যায়।
কিন্তু নতুন ফিচারের মাধ্যমে কেউ কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করলে সেটি আর দেখা যাবে না। টুইটারের পক্ষ থেকে সেটি মুছে দেওয়া হবে এবং যে ব্যবহারকারী সেই মন্তব্যটি করবেন, তাকেও সতর্ক করে দেওয়া হবে।
তবে টুইটের টপিক অনুসারে সেটা বিবেচনা করা হতে পারে। এ ছাড়া যে টুইট করেছে এবং যে মন্তব্য করেছে, তাদের মধ্যে কেমন ধরনের সম্পর্ক রয়েছে, সেটা জেনে নিয়ে সে ক্ষেত্রেও বিবেচনা করা হতে পারে। টুইটারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
অ্যান্ড্রয়েড এবং আইফোনে ফিচারটি এখনো পরীক্ষার পর্যায়ে রয়েছে। নতুন এই ফিচারের উদ্দেশ্য হলো, এই প্ল্যাটফর্মে বিদ্বেষপূর্ণ মন্তব্যের বদলে ইতিবাচক মন্তব্য বাড়িয়ে তোলা। এই নতুন ফিচার কীভাবে কাজ করবে, তা টুইটারের পক্ষ থেকে একটি ইমেজ শেয়ার করে জানানো হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট