রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে বিপর্যয় বিশ্বজুড়ে

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:৩৪, ৪ অক্টোবর ২০২১

আপডেট: ২৩:৩৮, ৪ অক্টোবর ২০২১

৬৫৬

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে বিপর্যয় বিশ্বজুড়ে

ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ২৯০ কোটি
ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ২৯০ কোটি

হঠাৎ করেই বিশ্বজুড়ে মানুষ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-হোয়াটঅ্যাপস ও ইনস্টাগ্রামে ঢুকতে পারছেন না। বাংলাদেশের একটি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান জানিয়েছে, দেশে ব্যবহারকারীরা সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে নয়টা থেকে ফেসবুক, হোয়াটঅ্যাপের সার্ভার ডাউন পাচ্ছেন।

ফেসবুকের টুইটে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি অনেকেই আমাদের পরিষেবাগুলো ব্যবহার করতে পারছেন না। আমরা যত দ্রুত সম্ভব সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করছি। একই সঙ্গে এই অসুবিধার জন্য ক্ষমা চাইছি।’

এ বিষয়ে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরস ফোরামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গণমাধ্যমকে  ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পরিষেবা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে, ঠিক কী কারণে বন্ধ হয়েছে সে বিষয়ে কিছু নিশ্চিত করে বলতে পারেননি।   

ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ২৯০ কোটি। অর্থাৎ বিশ্বব্যাপী এই পরিমাণ অ্যাকাউন্ট থেকে মাসে একবার হলেও ফেসবুকে লগইন করা হয়। এই ব্যবহারকারীদের ৪ কোটি ৮০ লাখের বাস বাংলাদেশে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত