আগামী বছরের জুলাই পর্যন্ত ঘরে বসেই কাজ করবেন গুগল কর্মীরা
আগামী বছরের জুলাই পর্যন্ত ঘরে বসেই কাজ করবেন গুগল কর্মীরা
করোনাভাইরাস মহামারির কারণে ঘরে বসে কাজের উপায় খুঁজে নিয়েছে অধিকাংশ প্রযুক্তি কোম্পানি। টেক জায়ান্ট গুগল জানিয়েছে, আগামী বছরের জুলাই পর্যন্ত গুগলের প্রায় ২ লাখ কর্মী ঘরে থেকেই অফিস করবেন। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এক ইমেল বার্তায় এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ বিষয়ে খবর ছেপেছে।
সিইও পিচাই তার বক্তব্যে লেখেন, পরিকল্পনা-মাফিক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘরে থেকে কাজের সুযোগ ৩০ জুন ২০২১ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। যেসব দায়িত্ব ঘরে থেকে পালন করা যাবে সেসবে অফিস যাওয়ার প্রয়োজন হবে না।
এর আগে গুগল জানিয়েছিল চলতি বছরের জুন থেকেই গুগল অফিস স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। তবে কর্মীরা বছরের শেষ পর্যন্ত তা বাড়াতে চেয়েছিলেন।
টুইটার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মীরা স্থায়ীভাবে ঘরে থেকেই অফিস করতে পারবে। ফেসবুকও দায়িত্বরতদের ঘরে থেকে কাজের সুযোগ দিয়েছে। তবে বলেছে কর্মীরা বে এরিয়া ত্যাগ করলে স্যালারি থেকে অর্থ কেটে নেওয়া হবে। এদিকে অ্যামাজনের কর্মীরা ঘরে থেকে কাজ করতে পারবেন অন্তত আগামী বছরের জানুয়ারি পর্যন্ত। খবর ডেইলি মেইলের।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট