রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮ লাখের বেশি অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল ও অ্যাপল

সাই-টেক ডেস্ক

১৪:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২১

৪৭৯

৮ লাখের বেশি অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল ও অ্যাপল

প্রাইভেসি পলিসি না থাকায় এবং তথ্য পাচারের অভিযোগের চলতি বছরের প্রথম ছয়মাসে নিজেদের স্টোর থেকে ৮ লক্ষাধিক অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল ও অ্যাপল। ক্যালিফোর্নিয়া পিক্সলেট নামক এক সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। 

রিপোর্ট অনুযায়ী, সরিয়ে ফেলা অ্যাপগুলোর মধ্যে গুগল প্লে স্টোরের ৮৬ শতাংশ আর অ্যাপেল অ্যাপ স্টোরের ৮৯ শতাংশ মোবাইল অ্যাপ ১২ বছর আর তার থেকে কম বয়সের শিশুদের টার্গেট করেছিল। এছাড়া ২৫ শতাংশ প্লে স্টোর অ্যাপস আর ৫৯ শতাংশ অ্যাপ স্টোর অ্যাপসে কোনো প্রাইভেসি পলিসি নেই।

এই রিপোর্টে আরও জানানো হয়েছে যে, ২৬ শতাংশ অ্যাপ রাশিয়ান গুগল প্লে স্টোর থেকে সরানো হয়েছে আর ৬০ শতাংশ অ্যাপ চীনের অ্যাপ স্টোরে লিস্টেড ছিল। চীনের অ্যাপ স্টোরে কোনো প্রাইভেসি পলিসি ছিল না।

যে অ্যাপগুলো সরিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে ৬৬ শতাংশ অ্যাপে কমপক্ষে একটি বিপজ্জনক পারমিশন ছিল। এই ক্ষতিকারক পারমিশনগুলোকে রানটাইম পারমিশনও বলা হয়। এর সাহায্যে, এই অ্যাপ্লিকেশনগুলো সহজেই আপনার ফোনের ডেটার অ্যাক্সেস করতে পারে।

যার কারণে সিস্টেম এবং অন্যান্য অ্যাপের কার্যকারিতা প্রভাবিত হতে শুরু করে। সরানো অ্যাপগুলোর মধ্যে এমন অনেক অ্যাপ রয়েছে যা ক্যামেরায় অ্যাক্সেস করে নিয়েছিল। এছাড়াও এই অ্যাপগুলোর মধ্যে একটি জিপিএস কর্ডিনেট ছিল বলে জানা গেছে।

ক্যালিফোর্নিয়ার পিক্সেলেট অনুযায়ী, অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপগুলোকে সরিয়ে নেওয়ার আগে ২.১ কোটি কাস্টোমার রিভিউ আর রেটিংস পেয়ে ছিল। তাই অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হলেও লাখ লাখ ইউজারের স্মার্টফোন এই অ্যাপগুলো থাকার সম্ভাবনা রয়েছে। এ অ্যাপগুলো ডিলিস্ট হওয়ার আগে গুগল প্লে স্টোর থেকে একশ কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে বলে জানানো হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত