রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাজারে আইফোন ১৩, মিলবে পাঁচ রঙে

সাই-টেক ডেস্ক

১০:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১০:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২১

৫৩০

বাজারে আইফোন ১৩, মিলবে পাঁচ রঙে

অবশেষে অপেক্ষার অবসান হয়েছে অ্যাপল ভক্তদের। বাজারে এসেছে আইফোন এর সর্বশেষ মডেল আইফোন ১৩। ‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’ নামক ইভেন্টের মাধ্যমে নতুন মডেলের সঙ্গে অ্যাপল ওয়াচ ৭ ও বাজারে এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। 

এই সিরিজের রয়েছে চারটি মডেল-আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স।

আইফোন ১৩ সিরিজের ডিজাইনে আগের সিরিজগুলো  থেকে খুব একটা পার্থক্য না থাকলেও ব্যাটারি আর ক্যামেরায় এসেছে ব্যাপক পরিবর্তন। আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফরম্যান্স দেবে অ্যাপলের নতুন চিপ। পুরনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে আইফোন ১৩।

নতুন মডেলে থাকছে রিয়ার টুইন ক্যামেরা। প্রসেসর এ১৫ বায়োনিকের। বাজারে মোট পাঁচটি রঙে পাওয়া যাবে আইফোন ১৩— গোলাপি, নীল, কালো (মিডনাইট), লাল (প্রোডাক্ট রেড) আর স্টারলেট।

ডিসপ্লেতেও আনা হয়েছে বেশ পরিবর্তন। যা প্রায় ২০ শতাংশ বেশি উজ্জ্বল। আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনির ডিসপ্লের আকার যথাক্রমে ৬ দশমিক ১ এবং ৫ দশমিক ৪ ইঞ্চি।

 ‘অ্যাপল হাব’ ব্লগের তথ্যানুযায়ী আইফোন ১৩-র দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৮ হাজার টাকা। তবে এটি বাংলাদেশে আসলে তার দাম আরও বাড়তে পারে। এছাড়া মডেল ভেদে পরিবর্তন হবে দামের।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত