কীভাবে হ্যাকিং থেকে বাঁচাবেন নিজের স্মার্টফোনকে?
কীভাবে হ্যাকিং থেকে বাঁচাবেন নিজের স্মার্টফোনকে?
বন্ধ করুন, এবং চালু করুন আপনার স্মার্টফোন। সহজেই পাবেন হ্যাকিং থেকে রক্ষা। একটি সহজ পদক্ষেপই আপনার ফোনকে হ্যাকারদের থেকে বাঁচাতে পারে। এই পরামর্শ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এর তরফে।
সম্প্রতি ইজরায়েলি পেগাগাস স্পাইওয়ারকে হাতিয়ার করে ফোন হ্যাকিং-এর যে মারাত্মক অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে আপনার স্মার্টফোনকে সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত রাখতে সপ্তাহে একবার করে অন্তত আপনার ফোনটি রিবুট করার পরামর্শ দিয়েছে এনএসএ।
এর মাধ্যমে সহজেই সুরক্ষিত থাকবে স্মার্টফোন হ্যাকারদের থেকে। এই তথ্য সামনে এনেছে মার্কিন সাইবার আইন বিশেষজ্ঞ অ্যাঙ্গাস কিং যিনি সিনেট ইন্টেলিজেন্স কমিটির একজন সদস্য। যা তার সেলফোনকে সম্পূর্ণ নিরাপদ রাখতে বিশেষ সাহায্য করেছে। মুলত স্মার্টফোনকে সুরক্ষিত রাখার জন্য তিনি প্রধান দুটি উপায়ের কথা বলেছেন।
১- আপনি আপনার ফোনটি অফ করুন।
২- আপনার ফোন অফ করার পর পুনরায় সেটি অন করুন।
মাত্র এই দুটি সহজ উপায় মেনে চলতে পারলে সম্পূর্ণ নিরাপদ থাকবে আপনার স্মার্টফোন।
ব্যাপক ডিজিটাল নিরাপত্তাহীনতার সময়ে, দেখা যাচ্ছে যে সবচেয়ে প্রাচীন এবং সহজ কম্পিউটার ফিক্স পদ্ধতি সহজেই হ্যাকারদের তথ্য চুরি করা বন্ধ করতে পারে। এই পদ্ধতির ব্যবহার করে যে উন্নত হ্যাকিং সিস্টেম থেকে স্মার্টফোনগুলি সহজেই রক্ষা পাবে তেমনটা না বলা গেলেও এটি নিশ্চিত ভাবেই বলা যাবে যে এই সামান্য প্রসেস ব্যবহার করলে সহজেই আপনার ফোন থেকে তথ্য এবং ডেটা চুরি করা প্রায় সম্ভব নয়। তার জন্য হ্যাকারদের অনেক বেশি উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে।
সেলফোন সবসময় সকলের ব্যবহার করা প্রাথমিক ডিভাইসগুলির মধ্যে একটি। খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা তাদের সেলফোনটি মাঝেমধ্যে অফ রাখেন। প্রচুর পরিমানে ডেটা, ব্যক্তিগত তথ্য, কন্টাক্ট, মেসেজ থাকে সেলফোনে। তাই হ্যাকারদের প্রথম পছন্দ হিসাবে বারবারই সেলফোন উঠে এসেছে। সেলফোনের মাধ্যমে কোনও ব্যক্তির বর্তমান লোকেশন সহজেই নির্ধারণ করা যেতে পারে, এছাড়াও হ্যাকাররা খুব সহজেই সেলফোনের ক্যামেরা, মাইক্রোফোন চালু করতে পারে খুব সহজেই।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট