সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাজারে আসছে ইন্টেলের নতুন সিপিইউ

সাই-টেক ডেস্ক

১৫:৩৮, ৮ অক্টোবর ২০২০

৯৩৯

বাজারে আসছে ইন্টেলের নতুন সিপিইউ

আপনি যদি নতুন ডেস্কটপ কিনতে চান বা আগেরটিকে আপগ্রেড করতে চান সেক্ষেত্রে আরও কিছুদিন অপেক্ষা করাই বোধহয় ভালো হবে। কেননা ইনটেল ঘোষণা দিয়েছে ২০২১ সালের শুরুতেই বাজারে আসবে তাদের এলেভেন্থ জেনারেশনের ‘রকেট লেক’ সিপিইউ।

এ প্রসঙ্গে অন্যতম টেক সাইট ভিডিওকার্ডস বলছে, আগামী বছরের মার্চের দিকে ইন্টেলের নতুন সিপিইউ বাজারে আসতে পারে। যেখানে ৫ গিগাহার্টজ বুস্ট স্পিড বিদ্যমান থাকবে। যেখানে থাকবে পিসিআইই ৪.০ সাপোর্ট যা মার্কেটে এএমডির থার্ড জেনারেশন রাইজেন চিপের সাথে সমতা আনবে।

ইন্টেলের এই ঘোষণায় একটা বিষয় পরিষ্কার। গতকালই বাজারে আসা রাইজেন সিপিইউ ৫০০০-এর জমজমাট ব্যবসায় পানি ঢালতে চাইছে তারা। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত