রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ || ৭ পৌষ ১৪৩১ || ১৮ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে

ডেস্ক রিপোর্ট

১২:৫৭, ৬ জুলাই ২০২০

আপডেট: ২০:৩৫, ৭ জুলাই ২০২০

৫৬২০

বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে

পৃথিবীর আকাশে আজ রাতে বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ আকৃতির হয়ে দেখা দেবে।

অনেকটা পূর্ণ রূপ নিয়ে চাঁদে যখন পুবের আকাশে উদয় হবে ততক্ষনে বুধ ও শনি গ্রহ দুই দিকে ঠিক কোনাকুনি হয় থাকবে। পূর্ণিমার ঠিক একদিন পর রাতের আকাশে এমন দৃশ্য দেখার জন্য তাকিয়ে থাকবে অসংখ্য চোখ। কারণ চাঁদ ছাড়া বাকি দুটো গ্রহ এত বেশি জ্বলজ্বল করতে থাকবে রাতের আকাশে যে খালি চোখেও তা দেখা যাবে।
আর সারারাত ধরেই একই ত্রিভুজ আকৃতি নিয়ে পূর্ব থেকে পশ্চিমের আকাশের দিকে যাবে দুটি গ্রহ ও একটি উপগ্রহ।
নাসা জানিয়েছে আকাশে চাঁদে যখন তার পূর্ণরূপ অবস্থান করবে তখন তার ঠিক উপরে দেখা যাবে শনি গ্রহটি। আর বুধ অবস্থান নেবে কোনাকুনি ঠিক ডান দিকে।
রাত দশটার দিকে প্রায় খালি চোখেই দেখা যাবে দুটি গ্রহকে। রাত বাড়ার সাথে সাথে দক্ষিণ পূর্ব আকাশ থেকে এগিয়ে যাবে দক্ষিণের আকাশের দিকে। যারা একটু বেশি রাত পর্যন্ত আকাশের দিকে চোখ খুলে থাকবেন রাত একটার দিকে তাদের চোখে এসে ধরা দেবে আরেকটি গ্রহ মঙ্গল। পুবের আকাশে সেটিও তখন জ্বলজ্বল করে জ্বলতে থাকবে।
মেঘ এসে বাগড়া না বসালে জ্যোতিষ্ক মন্ডলীর এই বিশেষ বিরল দৃশ্য দেখতে টেলিস্কোপ বাইনোকুলার নিয়ে অনেকেই রাত জাগবেন। আপনি জাগছেন কি?

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত