অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মায়ের চল্লিশার পুরো টাকা হাসপাতালে দিলেন মিতা হকের মেয়ে

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৩ মে ২০২১ রোববার   আপডেট: ০৫:০৪ পিএম, ২৩ মে ২০২১ রোববার

প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের চল্লিশার পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেছেন তার মেয়ে সঙ্গীতশিল্পী জয়িতা।

রবিবার (২৩ মে) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে তিনি চল্লিশা উপলক্ষে খরচের পুরো টাকা তুলে দেন।

উল্লেখ্য গত ১১ এপ্রিল একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী ৫৯ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী এসময় বলেন, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একমাত্র সন্তান জয়িতা তার মায়ের চল্লিশার খরচের পুরো টাকা ডায়ালাই‌সিস সেন্টারে অসহায় ডায়ালাইসিস রোগীদের সেবায় দান ক‌রে‌ছেন। আমরা গণস্বাস্থ্য ডায়ালাই‌সিস সেন্টা‌রের পক্ষ থে‌কে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।