অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তার লম্বা দু’টি ঠ্যাং!

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ০৪:৫৮ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

যাদের শারীরিক গঠন অন্যান্য মানুষদের চেয়ে ভিন্ন তাদেরেকে সেটা না লুকিয়ে বরং তা নিয়েই এগিয়ে যেতে বললেন পৃথিবীর সবচেয়ে লম্বা পায়ের রেকর্ডধারী নারী ম্যাকি কারিন। এর আগে রেকর্ডটি রাশিয়ার একাতেরিনা লিসিনা-র দখলে ছিলো। 

ম্যাকির বাড়ি যুক্তরাষ্ট্রের টেক্সাসে। তার ডান পা ১৩৪.৩৪ সেন্টিমিটার (চার ফুট চার ইঞ্চি) আর বাম পা ১৩৫.৩ সেন্টিমিটার (চার ফুট পাঁচ ইঞ্চি) । অথচ দু বছর আগে তাকে আলাদা মাপের লেগিংস (এক জাতীয় প্যান্ট) তৈরি করে দেওয়ার আগ পর্যন্ত পরিবারের লোকজন বুঝতেই পারেনি যে তার পা সবচেয়ে লম্বা পায়ের রেকর্ড ভাঙবে। 

টেক্সাসের এক স্কুলে পড়ুয়া এই কিশোরীর বয়স মাত্র ১৭। ম্যাকি জানান, যদিও কিছু দরজায় বা গাড়িতে এমনকি পোশাকেও তার লম্বা পা সমস্যা করে তবে স্কুলের ভলিবল খেলায় তা বাড়তি সুবিধা দেয়। 

যদিও তার পা সবচেয়ে লম্বা তবে লম্বা নারীর রেকর্ড থেকে এখনও কিছুটা দূরে আছেন ম্যাকি। ৭ ফুট ৩ ইঞ্চি উচ্চতা নিয়ে সে স্থান দখল করে আছেন চিনের সুন ফাং। ম্যাকির উচ্চতা ৬ ফুট ১০ ইঞ্চি।

অবশ্য বাড়ন্ত বয়সে আছেন ম্যাকি। মাত্রই তো ৫ ইঞ্চি। হয়তো সবচেয়ে লম্বা নারীর খেতাবও একদিন করায়ত্ত¡ করবেন তিনি।