অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্পেনের ইউরো দলে থাকছে না রিয়াল মাদ্রিদের কোন ফুটবলার!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:২৩ পিএম, ২০ মে ২০২১ বৃহস্পতিবার  

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে আর এক মাসও নেই। এরমধ্যে ফ্রান্সসহ বেশ কয়েকটি দল তাদের স্কোয়াড ঘোষণা করে ফেলেছে। চলতি সপ্তাহে ঘোষণা হবে স্পেনের ইউরো স্কোয়াড। যেখানে বড় খবর হলো- এই স্কোয়াডে থাকবে না রিয়াল মাদ্রিদের কোন ফুটবলার!

২০১৮ সালে স্পেন জাতীয় দলের দায়িত্ব নেন লুইস এনরিকে। আর তখন ২১ সদস্যের দলে ছয় জন রিয়াল মাদ্রিদ ফুটবলারকে রেখে বুঝিয়ে দেন সাবেক ক্লাব বার্সার প্রতি ভালোবাসা থাকলেও বাকিদের সমান চোখেই দেখবেন। 

সে দলে ছিল সদ্যই রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লীগ জেতা সার্জিও রামোস, দানি কারবাহাল, নাচো ফার্নান্দেজ, ফ্রান্সিসকো রোমান ইসকো, দানি ক্যাবলোস ও মার্কো অ্যাসেনসিও। 

তবে বর্তমানে লস ব্লাঙ্কোসদের অবস্থা আগের মতো নেই। আর সে কারণেই স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ পর ঘোষণা হতে যাওয়া দলে মাদ্রিদিস্তাদের থাকার সম্ভাবনা খুবই কম। 

সত্যিই এমনটা হলে ইতিহাসে প্রথমবার রিয়াল মাদ্রিদের ফুটবলার ছাড়া মাঠে নামবে লা রোজারা। ইতিহাস হয়েও যেতে পারে এবার। কেননা রামোস আর নাচো ছাড়া আর কেউ জাতীয় দলে খেলার মতো দাবি রাখতে পারেননি। 

চোটের কারণে দানি কারবাহাল ও লুকাস ভাসকাজ এখন মাঠের বাইরে। এছাড়া ইসকো ও অ্যাসেনসিওর যে ফর্ম তাতে জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে নাচো এ মৌসুমে ভালো খেললেও একই পজিশন সেন্টারব্যাকে খেলা পাও তোরেস, এরিক গার্সিয়া, অ্যামেরিক লাপোর্তে ও ইনিগো মার্টিনেজ তারচেয়ে বেশি নজর কেড়েছেন। 

রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস স্পেন দলের অবিচ্ছেদ্য অংশ হলে জানুয়ারি থেকে মাত্র তিন ম্যাচ মাঠে নেমেছেন। ইনজুরি কাটিয়ে লা লিগার শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামলেও তার উপর আস্থা রাখা হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।