ব্রাজিলকে না বললেন জাভি!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২২ পিএম, ১৯ মে ২০২১ বুধবার
নিজেকে ফুটবলার হিসেবে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তাকে বিশ্বের সেরা মিডফিল্ডারও বলেন অনেকে৷ দুবছর আগে খেলা ছাড়লেও এখনো আলোচনায় আছেন কোচ জাভি হার্নান্দেজ। কাতারের ক্লাব আল-সাদে তার সাফল্যেই মূলত একরকম কাড়াকাড়ি হচ্ছে সাবেক বার্সেলোনা তারকাকে নিয়ে।
আল-সাদের সঙ্গে জাতির চুক্তি শেষ হচ্ছে এই মৌসুমে। এদিকে বার্সেলোনা আছে এই শতকের সবচেয়ে বাজে অবস্থায়। এমন অবস্থায় আরেক পেপ গার্দিওলা হিসেবে জাভিকে চাইছে কাতালানরা। তবে এখনই রোনাল্ড কোম্যানকে বিদায়ও দিতে চাচ্ছে না ব্লাউগ্রানাররা।
এমন অবস্থায় জাভিকে কোচ বানাতে চেষ্টা চালায় ব্রাজিল। ২০২২ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের কোচ হিসেবে আছেন তিতে৷ এখন তার সহযোগী ও বিশ্বকাপের পরে কোচ হিসেবে পেতে জাভিকে প্রস্তাব দেয় ব্রাজিল।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর খবর অনুযায়ী, পাঁচবারের বিশ্বকাপজয়ীদের না বলে দিয়েছেন স্প্যানের হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার।
ব্রাজিল ছাড়াও জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকেও প্রস্তাব পেয়েছেন জাভি। তিনবছরের জন্য কোচ হওয়ার সে প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছে মেসির সাবেক সতীর্থ৷
এদিকে কিছুদিন আগেই আল-সাদের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন জাভি৷ যেখানে যে কোন সময় বার্সায় ফেরার সুযোগ রাখা হয়েছে৷ এ থেকেই স্পষ্ট, যে কোন সময় কাতালানদের দায়িত্ব নিতে চলেছেন তাদেরই ঘরের ছেলে৷