বাংলাদেশিদের বাহরাইন প্রবেশে নতুন বিধিনিষেধ
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৯ মে ২০২১ বুধবার আপডেট: ১২:৫৬ পিএম, ১৯ মে ২০২১ বুধবার
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা ফেরত যাত্রীদের জন্য বাহরাইনের নতুন নির্দেশনা
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা ফেরত যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ কার্যকর করেছে বাহরাইন। এই পাঁচ দেশ থেকে বাহরাইন যাওয়া বা ট্রানজিট নেয়া ছয় বছরের বেশি বয়সীদের জন্য নতুন নিয়ম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে বাহরাইনের করোনা টাস্ক ফোর্স।
এই পাঁচ থেকে ফেরত যাত্রীদের অবশ্যই পিসিআর টেস্টে নেগেটিভ সনদ নিয়ে বাহরাইন যেতে হবে যেখানে কিউআর কোড দেয়া থাকতে হবে। আর এই নমুনা পরীক্ষা অবশ্যই ৪৮ ঘন্টার ভেতর করতে হবে।
বাহরাইন আসার পরও তাদের পিসিআর টেস্টে মাধ্যমে করোনা পরীক্ষা করানো হবে। বাহরাইন অবস্থানের ৫ম দিনে তাদের আবারও করোনা টেস্ট করা হবে। এবং সর্বশেষ করোনা টেস্ট হবে ১০ দিন পর।
এই দেশগুলো থেকে ফেরত যাত্রীরা অবশ্যই তাদের বাসস্থান বা সরকারি কোয়ারেন্টাইন কেন্দ্রে আইসোলেশনে থাকতে হবে।