স্বস্তির খবর, সৌদি ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
সৌদি আরব থেকে দেশে ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার(৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন,'সবার ভিসার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর কথা আমাদের জানিয়েছে সৌদি সরকার।'
এর ফলে গত ৩০ সেপ্টেম্বরের পর ভিসা বাতিল হয়ে যাওয়া কর্মীদের ফিরে যাওয়ার সুযোগ তৈরি হলো সৌদি আরবে।
করোনাভাইরাস মহামারীর শুরুর দিকে সৌদি থেকে দেশে আসেন লাখো কর্মী। পরে পরিস্থিতি কিছুটা পরিবর্তনহলে বাংলাদেশথেকে যাওয়ার সময় দেখা দেয় বিপত্তি।বিমানের টিকিট না পাওয়ায় অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে পারেননি।এদিকে ভিসার মেয়াদ শেষ হওয়ার উপক্রম হয়। এদেশ থেকে অনেকেই সৌদিতে কফিলের ( চাকরিতে নিয়োগকর্তা) সঙ্গে যোগাযোগ করেও ভিসার মেয়াদ বাড়াতে পারেননি। তাই তাই স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে আসছিল তারা।
গত ২১ সেপ্টেম্বর টিকিট ও ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে রাস্তায় নামেন প্রবাসী কর্মীরা। এরপর ২২ সেপ্টেম্বর ভিসার মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি সরকারকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, সবাইকে আলাদা করে কফিলের সঙ্গে যোগাযোগ করে মেয়াদ বাড়িয়ে নিতে হবে।
এরপর হাজার হাজার কফিলের পক্ষ হয়ে এর আগে সৌদি সরকার স্বয়ংক্রিয়ভাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে দেয়। এখন সরকারের পক্ষ থেকে সবার মেয়াদ ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় তাদের ফিরে যাওয়ার সুযোগ তৈরি হলো।