অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোম্যানের মুখে মেসির বার্সা ছাড়ার ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২৭ এএম, ১৭ মে ২০২১ সোমবার  

আগামী মৌসুমেই লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাবেন। এমনটাই ইঙ্গিত করেছেন দলটির কোচ রোনাল্ড কোম্যান। এই মৌসুমেই শেষ হচ্ছে মেসির চুক্তি। যদিও তার আগে একবার কাতালান ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে আলোচনয় বসবেন এই আর্জেন্টাইন। 

রবিবার (১৬ মে) লা লিগার ৩৭ তম রাউন্ডে ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। তারপরই মেসির বিষয় নিয়ে মুখ খুলেন কোম্যান। 

এসময় কোম্যান বলেন, আমরা আশা করি মেসি ক্লাব ছেড়ে যাবে না। কেননা সে এখনও বিশ্বের সেরা ফুটবলার। তাকে ছাড়া খেলার কথা চিন্তাই করতে চাই না। ম্যাচ শেষ মার্কার কাছে এই তথ্য জানান বার্সা কোচ। 

তিনি আরও বলেন, লা লিগার চলতি মৌসুমে মেসি ৩০ গোল করেছে, যা ক্লাবকে অনেক পয়েন্ট এনে দিয়েছে। আমরা খুব করে চাই সে ক্লাবে থাকুক, না হয় এত গোল করার মতো কাউকে আর দেখি না। 

যদি সত্যিই ক্লাব ছেড়ে যান তবে গতকালের ম্যাচই হবে ন্যু ক্যাম্পে তার শেষ ম্যাচ। আর কাতালানদের হয়ে শেষ ম্যাচটি হবে এইবারের মাঠে।