তোরেসের হ্যাট্রিকে ম্যানসিটির আরও এক রেকর্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ১৫ মে ২০২১ শনিবার
প্রিমিয়ার লিগে সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ৪-৩ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাট্রিক করে নজর কেড়েছেন তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড ফারান তোরেন। তবে লিগ আগেই নিশ্চিত হওয়ায় এই জয় বা হ্যাট্রিক বিশেষ কোন খবর নয়।
তারচেয়ে বরং ম্যানসিটির রেকর্ড ভেঙে রেকর্ড গড়ার বিষয়টাই সামনে আসছে। প্রিমিয়ার লিগে গত ১৩ বছরে সবচেয়ে বাজে শুরু করে সিটিজেনরা। তবে নভেম্বর-ডিসেম্বর থেকে অবিশ্বাস্য ধারাবাহিকতায় জিতেছে ম্যাচ। সে সাথ গড়েছে বেশ কিছু রেকর্ড।
নিউক্যাসলকে হারিয়ে যেমন গড়েছে প্রতিপক্ষের মাঠে টানা জয়ের রেকর্ড। ইংলিশ ফুটবলে প্রতিপক্ষের মাঠে টানা ১২ ম্যাচ জয়ে তুলেছে সিটি। এর আগে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড ছিল চেলসি এবং ম্যানসিটিরই।
এছাড়া ৩ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত টানা ১৩টি লিগ ম্যাচ জেতে সিটি। এক পঞ্জিকাবর্ষের শুরুতে যা সর্বোচ্চ। সিটিকে হারিয়ে সে জয়রথ থামায় ম্যানচেস্টার ইউনাইটেড।
সিটি গড়েছে আরও এক অন্যন্য রেকর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে হারার আগে সব প্রতিযোগিতা মিলে টানা ২১ ম্যাচ জিতে সিটি। এছাড়া ২৫ নভেম্বর থেকে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।