ত্রস্ত যমদূত ।। মোহাম্মদ শাহ আলম
প্রকাশিত: ০৬:২১ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার আপডেট: ০৭:৫৫ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
ত্রস্ত যমদূত
।। মোহাম্মদ শাহ আলম ।।
স্বর্গোদ্যানে অপ্সরাদের কামার্ত একাকীত্ব
ইতস্তত ঘোরাফেরা পুষ্পালয়ে
সহস্র বছরের অপেক্ষা
হাতে ফলময়-রেকাবী
অথবা শারাবান ত্বাহরা’র হিমায়িত গ্লাস।
অপেক্ষা, কবে ব্যস্ত হবেন!
কবে আসবেন মর্তের সেই পূণ্যবান?
পেরেশান যমদূত
মর্তলোকে বড়ই তৎপর হয়ে ওঠেন তিনি
অপ্সরাদের বিরহী-একাকিত্বের কাছে
হেরে যায় মর্তের সব বিলাপ!
নরকে কোনো অপ্সরা নেই
কামবোধ নেই
বিরহ নেই
একাকীত্ব নেই
নরকের জন্য কোনো ত্রস্ততা নেই যমদূতের
মর্তলোক ভরে যায় দাঁতাল শুয়োরে।