বিটকয়েন দিয়ে আর ব্যবসা করবেনা টেসলা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০১:২২ পিএম, ১৩ মে ২০২১ বৃহস্পতিবার
জলবায়ু পরিবর্তন বিবেচনায় বিটকয়েনের বিনিময়ে আর গাড়ি বিক্রি করবে না টেসলা। বৃহস্পতিবার (১৩ মে) টুইট করে বিষয়টি জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
ইলন মাস্কের টুইটের পর থেকেই বিট কয়েনের শেয়ার মূল্য কমেছে ১০ শতাংশ। কমেছে টেসলার শেয়ারের দামও।
মার্চ মাসে গাড়ি ব্যবসায় ক্রিপ্টোকারেন্সি গ্রহণের ঘোষণা দেয় টেসলা। তারপর থেকেই পরিবেশবাদী ও কিছু বিনিয়োগকারী এর প্রতিবাদ করে আসছিলো।
এর আগে ফেব্রুয়ারিতে ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানায় তারা বিশ্বের বৃহত্তম ডিজিটাল কারেন্সি বিটকয়েন ১.৫ বিলিয়ন কিনেছে।
তবে বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত থেকে সরে এসে টেসলা জানায়, বিটকয়েন লেনদেনে জীবাশ্ম জ্বালানির বিশেষত কয়লার অতি ব্যবহারে আমরা উদ্বিগ্ন।
ইলন মাস্ক আরও জানান, ক্রিপ্টোকারেন্সি খুবই ভালো আইডিয়া। তবে পরিবেশ বিবেচনায় তা খুব বেশি নয়।