অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাফল্যের পুরস্কার পাচ্ছেন থমাস টুখেল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:২২ পিএম, ১২ মে ২০২১ বুধবার   আপডেট: ০২:৩৭ পিএম, ১২ মে ২০২১ বুধবার

যখন দায়িত্ব নেন তখন একের একের পর এক পরাজয়ে ধুঁকছে চেলসি। লিগ টেবিলে ছিল ৯ নম্বরে। এমন অবস্থায় ঘরের ছেলে ফ্রাঙ্গ ল্যাম্পার্ডকে দায়িত্ব থেকে সরিয়ে আনা হয় থমাস টুখেলকে। 

সেখান থেকেই দলকে অসাধারণ সাফল্যের হাতছানি দিয়ে যাচ্ছেন এই জার্মান কোচ। কোনরকম গ্রুপ পর্ব পেরোনে দলকে নিয়ে এসেছেন চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে। ম্যানচেস্টার সিটির মতো ফর্মের তুঙ্গে থাকা ক্লাবকে হারিয়ে অপেক্ষায় আছেন এফএ কাপ শিরোপা হাতে নেয়ার। আর লিগের নয় নম্বর থেকে এনেছেন শেষ চারে। 

এমন অবস্থায় সফলতার পুরস্কার পেতে যাচ্ছেন থমাস টুখেল। তার সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছে চেলসি। 

ডেইলি মেইলের প্রতিবেদন মতে, টুখেলের সাথে চেলসি চুক্তি ছিল ১৮ মাসের। যেখানে পারফরম্যান্সের উপর তার মেয়াদ বাড়ানোর বিষয়টি ছিল। এখন ক্লাব এতই খুশি যে তার সঙ্গে দুই বছরের চুক্তি ও একবছর বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে। 

নতুন চুক্তি হলে ২০২৪ পর্যন্ত চেলসিতে দেখা যাবে টুখেলকে। যেখানে তার বর্তমান ৭ মিলিয়ন ইউরো বেতের অঙ্কও বাড়বে।