অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ম্যানইউর হারে লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০১ এএম, ১২ মে ২০২১ বুধবার   আপডেট: ১২:২৭ পিএম, ১২ মে ২০২১ বুধবার

চেলসিকে হারাতে পারলে নিজেদের ম্যাচেই শিরোপা উৎসব করতে পারতো ম্যানচেস্টার সিটি। তবে অপেক্ষা করতে হয়নি খুব বেশি সময়। লেস্টার সিটির কাছে ফর্মে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যাওয়ায় লিগ শিরোপা নিশ্চিত হলো সিটিজেনদের। 

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে রেড ডেভিলরা। ১০ মিনিটে লেস্টারের লুক থমাসের গোলের পর ম্যানইউকে সমতায় ফেরান ম্যাসন গ্রিনউড। আর ৬৬ মিনিটে ক্যাগলর সোনচোর গোলে নিশ্চিত হয় সিটির শিরোপা। 

এ নিয়ে পেপ গার্দিওলার অধীনে চার মৌসুমে তিনবার লীগ শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। এক দশকে পঞ্চম ও ক্লাব ইতিহাসে নবম প্রিমিয়াল লিগ জয়। 

পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারেও এটি নবম লিগ শিরোপা। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে তিনটি করে লিগ জেতেন এই স্প্যানিশ কোচ। আর মাসের শেষে চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারলে সিটিজেনদের হয়ে সেটি হবে সাত নবম শিরোপা জয়। 

চলতি মৌসুমে সিটির লিগ জয়টি এক অন্যরকম ইতিহাস হয়ে থাকবে। কেননা ২০০৮-৯ সেশনের পর সবচেয়ে বাজে শুরু করে সিটিজেনরা। ১৪ তম রাউন্ড শেষেও ছিলো অষ্টম স্থানে। তবে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত টানা ১৫ ম্যাচ জিতে বাজি পাল্টে দেন গার্দিওলা। আর এখন ৩ ম্যাচ হাতে রেখেই জিতলেন শিরোপা। 

মৌসুমে দুর্দান্ত খেলেছে রুবেন ডায়াজ ও ইলকায় গুনদুগান। লিগের সেরা খেলোয়াড়ের লড়াইয়ে এ দুজনই এগিয়ে থাকার কথা।