অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দিন যায়, প্রেমের গল্পটা শুধু থাকে...

আহসান কবির

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৩:০৯ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার

দিন যায়, প্রেমের গল্পটা শুধু থাকে..

আহসান কবির

 

প্রেমের গল্পটা শুনবে?
দিন যায় প্রেমের গল্পটা শুধু থাকে..

তোমাকে চিঠি দিতে যেয়ে একদিন
তোমার মাস্তান ভাইয়ের হাতে ধরা পরেছিলাম!
সেও ভালো ছিল।
এসময়ের যোগাযোগ মাধ্যমে তোমাকে ভালোবাসার চিঠি লিখলে
ডিজিটাল আইনে মামলা হতে পারতো!

প্রেমের গল্পটা শুনবে?
তুনাবী আমার সাথে প্রথম যে দিন দেখা করতে এসেছিল
তুনাবীর সাথে এসেছিল তার গৃহশিক্ষক!
আমি আর তুনাবী যখন কথা বলছিলাম
সেই গৃহশিক্ষক সামান্য দূরে দাঁড়িয়েছিল ..
তাকে দেখে মনে হচ্ছিল পৃথিবীর সব প্রেমের বাধা 
সে একাই সামলাতে পারবে!
সে হয়তো আগের জনমে কবুতর ছিল!
কিংবা ছিল কোন এক সময়ের ডাক হরকরা!
সেই গৃহশিক্ষক ভুল বানানে লেখা তুনাবীর সাতটি চিঠি
আমার কাছে পৌঁছে দিয়েছিল!
তুনাবী এখনও জানে না প্রেমের চিঠির চেয়ে বড় কোন শিল্পকর্ম নেই!

প্রেমের গল্পটা শুনবে?
দিন যায় প্রেমের গল্পটা শুধু থাকে..
সেই গৃহশিক্ষক তুনাবীর কাছ থেকেই প্রেম শিখেছিল..
এখন মনে হয় তুনাবীর চিঠিগুলো বহুবার পড়ার পরে
সে আমার কাছে পৌঁছে দিত!
চিঠি পড়তে পড়তে সেও হয়তো আমার মতো তুনাবীর প্রেমে পড়েছিল!

প্রেমের গল্পটা শুনবে?
সব বিয়ে সার্থক প্রেমের গল্প নয়..
নাকি আমি তোমার গৃহশিক্ষক হলে ভালো হতো তুনাবী?
এটা সত্য যে অনেক ছাত্রী প্রথমে তার গৃহশিক্ষকের প্রেমে পড়ে।
তুনাবী তুমি কী দূরবর্তী আমার বিরহে 
নিকটবর্তী গৃহশিক্ষকের কাছে প্রেমের গল্প শুনতে চেয়েছিলে?

প্রেমের গল্পটা শুনবে?
দিন যায় প্রেমের গল্পটা শুধু থাকে..
খুব জানতে ইচ্ছে করে আমার কাছে লেখা প্রেমের চিঠি পড়েই
গৃহশিক্ষক কী তোমার প্রেমে পড়েছিল তুনাবী?
তোমার কখন প্রথম মনে হয়েছিল যে আমার চেয়ে
গৃহশিক্ষকের কাছে প্রেম নির্ভরতা তোমার জন্য ভালো হবে?

গল্পটা আর শুনবে?
প্রেম কী শুধু গল্পেই টিকে থাকে?
প্রেমের চিঠি দিতে যেয়ে তোমার মাস্তান ভাইয়ের হাতে 
আমি মার খেয়েছিলাম। তোমার বাবাও একদিন আমাকে
মারতে মারতে আমার বাবার কাছে নিয়ে এসেছিলেন!
কোন কিছুই আমাকে প্রেম থেকে ফেরাতে পারে নি।
যারা প্রেম করে তাদের লোক লজ্জার ভয় থাকতে নেই..

গল্পটা আর শুনবে?
দিন যায় প্রেমের গল্পটা শুধু থাকে..
তুনাবী একদিন তুমিই ফেরাতে পেরেছিলে আমাকে!
যেদিন শুনলাম তোমার যে গৃহশিক্ষক আমাকে চিঠি পৌঁছে দিত
তুমি তার সাথে পালিয়েছ..
আমি জানি না সেদিন থেকে গল্পটা আর প্রেমের আছে কিনা!

জানো তো সব বিয়ে প্রেমের সার্থক গল্প নয়
বেশিরভাগ বিয়েতে দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট দেনাপাওনার
দলিল দস্তাবেজ থাকে! শুধু প্রেমই থাকে না..
তুনাবী, তুমি চলে যাবার পর তোমার কাছে চারদেয়ালে ঘেরা
কিছু বৈষয়িকতা থাকলো
প্রেমের গল্পটা হয়ে গেল আমার সম্পদ..

তুনাবী জানে না মানুষেরা চলে গেলে নিজেরাই গল্প হয়ে যায়
প্রেমের গল্পটা তাই থাকে
গল্পটা আর শুনবে?
না শুনলেও ক্ষতি নেই
কোন একদিন আমি চলে যাব একা! 
আমার গল্প শুনবে কোন নতুন প্রেমিক!
গল্প শুনে আজও দেবদাসের জন্য মায়া হয় অনেকের!

প্রেমের গল্পে মায়া থাকে।
হয়তো প্রথম প্রেমের ছায়া থাকে।
আর থাকে স্মৃতির বিষন্নতা!
যতবার গল্প শুনবে প্রেমের
ততবেশি ভিন্নতা পাবে!

তুনাবী,  প্রেমের গল্প পুরোনো হয় না কখনো।
গল্পটা আর শুনবে? 
দিন কখনো একা যায় না! কোন কোন প্রেমকেও
সাথে করে নিয়ে যায়..
প্রেমের গল্পটা শুধু থাকে..

তুনাবী গল্পটা আর শুনবে?
নাকি যারা প্রেম রেখে চলে যায়
প্রেমের গল্প তাদের আর ভালো লাগে না?

তুনাবী,খুব জানতে ইচ্ছে করে 
তোমার ছেলে মেয়েদের যে রূপকথার গল্প শোনাও
সেই গল্পের রাজকন্যার সাথে 
ভিনদেশি কোন রাজকুমারের প্রেম থাকে না?

তুনাবী 
প্রেমের গল্প ছাড়া পৃথিবীতে আর কোন মহৎ গল্প নেই!

গানে গানে আমার শেষযাত্রার ইচ্ছেটা শুধু রেখো!

আহসান কবির

জানি না কতোদিন তোমাকে ছাড়াই একা একা বেঁচে থাকবো
‘অভিশাপ দিও’ বলার পরেও শুভকামনাতে রাখবো..

বৃষ্টি আমার জন্মবন্ধু! কখনো ছিল না কান্নার ভয়
ভালোবাসা মানে তোমাকে দেখলে তাকিয়ে থাকতে হয়!
বসন্ত আসুক।তোমার জন্য না হোক কখনো কোকিলের পরাজয়
ভুলে যাবো না তো। কবিতার মতো আরও তেত্রিশ বছর কথা রাখবো!
একথা সত্য তোমাকে ছাড়াই একা একা বেঁচে থাকবো!

তুমি চলে গেছ। কবরের অন্ধকারের মতো একা পরে আছি..
‘চুরুলিয়া নাকি জোড়াসাকো’ বাঙালির এই দ্ব›েদ্বর কাছাকাছি
তুলনামূলক সেই একই আলোচনা- কার প্রেম বেশি ভালো?
নদী না পাহাড় কে বেশি তোমার মনটাকে রাঙালো
জানতে চাইবো না। চোখের জলে তোমার জন্য ‘অভিনন্দন’ আঁকবো
‘অভিশাপ দিও’ বলার পরেও শুভকামনাতে রাখবো..

তুমি চলে গেছ। হারমোনিয়াম শূন্যই পরে আছে
ঘর নাকি পর কে বেশি তোমাকে আসলেই ভালোবাসে
বুঝতে পেরেছ? গানে গানে তুমি টেলিভিশনেই বলে দিও
ডায়েরিতে লেখা শত শত গানের একটি না হয় নিও!
কষ্ট হলে ছুঁড়ে ফেলে দিও! আমি দেবদাসই থাকবো
বেদনার কার্নিশে একাকী দাঁড়িয়ে তোমাকেই শুধু ডাকবো!

তুমি চলে গেছ! ঘর জুড়ে আছে তোমার স্মৃতির ঘ্রাণ
ভালোবাসা মানে তোমার দহনে পুড়ে যাওয়া প্রতিদান
আমার কাছে প্রেম খেলা নয়। কেন হারজিত নিয়ে ভাববো?
প্রেমের ভাষায় প্রতিদিন লেখা চোখের জলের কাব্য
পড়া শেষ হলে ঘর জুড়ে সব ছড়িয়ে ছিটিয়ে রাখবো
একথা সত্য তোমাকে ছাড়াই একা একা বেঁচে থাকবো!

তুমি চলে গেছ। চোখের জলের কাছে মুখ নিয়ে দেখো
ভালো আছো তুমি? বুকে হাত দিয়ে খুনের রক্তে লেখো
ভালোবাসা খুন করার পরেও কী ভাবে যে গান গাও
ঠিকানা খোঁজার ঘাটে আজ বাধা বিষন্নতার নাও 
ভেসে যাওয়া সেই জলের ঠিকানা কীভাবে যে ধরে রাখবো
বেদনার কার্নিশে একাকী দাঁড়িয়ে তোমাকেই শুধু ডাকবো!


তুমি চলে গেছ। যেখানেই যাও ভালো থেকো এটা কাম্য
প্রাচুর্য্যরে কাছে পরাজিত প্রেম খুঁজে পায় না তো সাম্য
দেখা হবে আর? মনে হয় না তো! তবু প্রতীক্ষা বাড়ে
হিসেব করি না জীবনের কাছে কার বেশি কে যে হারে
যদি দেখা হয় ‘গান রাজকন্যা’ কী নামে তোমায় ডাকবো?
জানি না কতোদিন তোমাকে ছাড়াই একা একা বেঁচে থাকবো..

তুমি চলে গেছ। পরাজিত হতে হতে বারবার শুধু মরে যাব এই আমি
তোমাদের কাছে আমার জীবন ‘ক্যারিয়ারহীন’ পাগলামি
গানে গানে আমার শেষযাত্রার ইচ্ছেপূরণ বাকি
শেষযাত্রায় আমার শিয়রে গানটা গাইবে নাকি?
‘তুমি শুধুই যাওরে বন্ধু কভু আসো নাই
মন ভালো নাইরে আমার মন ভালো নাই’
‘তুমি শুধুই যাওরে বন্ধু কভু আসো নাই
মন ভালো নাইরে আমার মন ভালো নাই’

আমি চলে যাব। 
বেদনার গান দুঃখের কবিতার রঙ নিয়ে তুমি থেকো
গানে গানে আমার শেষযাত্রার ইচ্ছেটা শুধু রেখো!