জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার আপডেট: ১১:১২ এএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
রসায়নে নোবেল পুরষ্কার জয় করলেন দুই বিজ্ঞানী। এরা হচ্ছেন ইমানুয়েল মেরি শরপেন্টিয়ার ও জেনিফার এ ডডনা। জেনম এডিটিং মেথড আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হলো।
রয়্যাল সুইডিস একাডেমির মহাসচিব গোরান কে হ্যানসন এই ঘোষণা দিয়ে বলেন, জীবনের কোড পুনর্লিখনের জন্যই এবারের নোবেল পুরষ্কার পেলেন এই দুই বিজ্ঞানী।
ইমানুয়েল মেরি শরপেন্টিয়ার একজন ফরাসী অধ্যাপক। জেনিফার অ্যানি ডডনা আমেরিকান বায়োকেমিস্ট। এই দুজন মিলে ক্রিসপার-ক্যাস৯ নামের একটি উপকরণ আবিষ্কার করেছেন যার সাহায্যে, প্রাণি, গাছপালা ও জীবাস্মের ডিএনএ পাল্টে দেয়া যায়। উপকরণটিকে জেনেটিক কাঁচি বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।