বুয়েটের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১০ মে ২০২১ সোমবার
করোনা পরিস্থিতিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। এর আগে একই রকম সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
রবিবার (৯ মে) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ঈদের পরে শিক্ষার্থীদের তারিখ জানিয়ে দেওয়া হবে।
এর আগে জানানো হয়, ভর্তিচ্ছুকরা প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে কৃতকার্য প্রার্থীরা চূড়ান্ত পরীক্ষার জন্য মনোনিত হবে। চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জুন।
আবেদন প্রক্রিয়া শেষে আগামী ৫ মে জানিয়ে দেয়া হবে কারা কারা প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে প্রাথমিক ভর্তি পরীক্ষা।
চূড়ান্ত পরীক্ষায় কারা অংশ নিবে সে তালিকা প্রকাশ করা হবে ৫ জুন। আর নির্বাচিত প্রার্থী ও অপেক্ষমানদের তালিকা প্রকাশ করা হবে ২ জুলাই।