ইউরোপা লিগ খেলতে হবে রোনালদোদের!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ এএম, ১০ মে ২০২১ সোমবার
ইতালিয়ান লিগ সিরি আ’র টানা ৯ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। তবে এবার সে শিরোপা হাতছাড়া হয়েছে ইন্টার মিলানের কাছে। এদিকে মিলানের অপর ক্লাবের কাছে হেরে ইউরোপা লিগ খেলার শঙ্কায় পড়েছে রোনালদোরা।
সোমবার (১০ মে) ঘরের মাঠে এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরেছ জুভেন্টাস। প্রথমার্ধে সফরকারীদের এগিয়ে দেন ব্রাহিম ডায়াজ আর দ্বিতীয়ার্ধে আন্তে রেটিক ও ফিকাও তোমোরির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রসোনেরিরা।
সিরা আ’তে ৩৫ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাসের অবস্থান পঞ্চম। এক পয়েন্ট বেশি নিয়ে নাপোলি আছে তার উপরে। আর ৭২ পয়েন্ট নিয়ে আটলান্টা ও এসি মিলানের অবস্থান দ্বিতীয় ও তৃতীয়। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লীগ খেলতে হলে নিজেদের পরের তিন ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যরা পয়েন্ট হারায় কিনা সেদিকে।
আজকের ম্যাচ জিতলে অবশ্য এমন বিপদে পড়তে হতো না। এসি মিলানের তিন নম্বর জায়গায় থাকতো তুরিনের বুড়িরা। তবে স্টেফানো পিওলোর শিষ্যরা শুরু থেকে এতটাই অসাধারণ খেলেছে যে তাদের হারানো সহজ ছিলো না জুভেন্টাসের জন্য।
প্রথমার্ধের যোগ করা সময়ে এসি মিলানকে এগিয়ে দেন ব্রাহিম ডায়াজ। জালের ডান কোনা দিয়ে দুর্দান্ত এক শটে গোল করেন এই স্প্যানিয়ার্ড। আর ৭৮ ও ৮২ মিনিটের আন্তে রেবিকের একই রকম গোল ও ফ্রি-কিক থেকে মাথা ছুইঁয়ে গোল করেন ফিকাও তোমোরি।