প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্যের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার আপডেট: ০১:৪৮ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার
অনুপ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, সঙ্গীতে অনুপ ভট্টাচার্যের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
১৯৪৪ সালের ১৪ জুলাই সিলেটে অনুপ ভট্টাচার্যের জন্ম। তার বয়স হয়েছি ৭৭ বছর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’- এমন অনেক ঐতিহাসিক সমবেত গানের অন্যতম কণ্ঠশিল্পী অনুপ ভট্টাচার্য।বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যও তিনি।