দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারে নতুন যুক্ত হওয়ায় রেকর্ড
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০২ এএম, ৭ মে ২০২১ শুক্রবার
মোবাইল ইন্টারনেট
দেশে একমাসে বেড়েছে রেকর্ডসংখ্যক ৩১ লাখ ৩৭ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসি'র তথ্য বলছে, গত মার্চ মাসে এই রেকর্ড সৃষ্টি হয়েছে।
এই মাসে নতুন ব্যবহারকারী বাড়ে ৩১ লাখ ৩৭ হাজার, যা অতীতে যে কোনো এক মাসে যোগ হওয়া নতুন ব্যবহারকারী সংখ্যার চেয়ে বেশি।
এ বছরের জানুয়ারিতে এই সংখ্যা ছিলো ৮ লাখ ৩৮ হাজার এবং ২০২০ সালের ডিসেম্বরে ছিলো ৪ লাখ ৪৮ হাজার নতুন ব্যবহারকারী। তবে ফেব্রুয়ারি মাসে নতুন যুক্ত হয়েছিলো মাত্র ২০ হাজার জন।
তথ্যে দেখানো হয়, দেশে বর্তমানে ১১ কোটি ৫১ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। যাদের মধ্যে ১০ কোটি ৬৩ লাখ জনই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে।