অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:২৯ এএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১১:১৩ এএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার

থিবো কর্তোয়া বাধা হয়ে না দাঁড়ালে আরও গোল হজম করতে হতো রিয়াল মাদ্রিদকে। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জিনেদিন জিদান শিষ্যদের। অন্যদিকে এফএ কাপের পর এবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পা রেখেছে চেলসি। 

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। স্বাগতিকদের শুরুতে এগিয়ে দেন আগের ম্যাচেই সহজ গোল মিস করা টিমো ওয়ের্নার ও শেষ দিকে রিয়ালের হার নিশ্চিত করেন ম্যাসন মাউন্ট। প্রথম লেগে ১-১ গোলে ড্র থাকায় ৩-১ ব্যবধানে এগিয়ে ফাইনালে পা রেখেছে দ্য ব্লুজরা। 

প্রথম লেগ শেষে অ্যাওয়ে গোলে এগিয়ে ছিল চেলসি। সে আত্মবিশ্বাস থেকেই দুর্দান্ত ফুটবল খেলতে থাকে থমাস টুখেলের শিষ্যরা। তবে প্রথম সুযোগ পায় রিয়াল মাদ্রিদই। ২৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বেনজেমার নেয়া শট দারুণভাবে সেভ করেন চেলসি গোলরক্ষক ইদোয়ার্দ মেন্ডি। পুরো ম্যাচেই ডি বক্সের বাইরে থেকে শট নেয়ার প্রবণতা ছিল লস ব্লাসকোস ফু্টবলারদের। 


তার দুই মিনিট পরই গোল পায় চেলসি। কান্তে ও টিমো ওয়ের্নার বল নেয়া-দেয়া করে বল বাড়ান কাইল হাভার্টকে। হালকা চিপে কর্তোয়াকে ফাঁকি দিলেও বল লাগে বারে। সেখান থেকে ফিরতি বলে মাথা ছুঁইয়ে গোল করেন ওয়ের্নার।  

আর শেষ গোলটি আসে ৮৫ মিনিটে। এবার কান্তের বল বাড়ান ক্রিস্টিয়ান পুলিসিককে। সেখান থেকে বল কাটব্যাক করেন এই যুক্তরাষ্ট্রের ফুটবলার। আর ডান পায়ের শোটে জালের ডান কোনায় বল পাঠান ম্যাসন মাউন্ট। 

এর মাধ্যমে অল ইংল্যান্ড ফাইনাল নিশ্চিত করলো চেলসি। আগামী ২৯ মে ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে টুখেল শিষ্যরা।