অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিজ্ঞপ্তি জারির নির্দেশনা

প্রাথমিকে নেওয়া হবে ৩২ হাজার শিক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৭ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার  

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে ৩২ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব পদের মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের জন্য ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক স্তরের জন্য সহকারী শিক্ষক হিসেবে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার(৬ অক্টোবর)প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছেনিয়োগ বিজ্ঞপ্তি জারির কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে। আরও জানিয়েছে, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৯৭ হাজার ৮৬৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। 

মন্ত্রণালয়ের পরিকল্পানা ছিল মুজিববর্ষে সব শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে করোনাভাইরাস মহামারী শুরু হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। তবে সেপ্টেম্বরে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করার উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এই উদ্যোগের পর গত সেপ্টেম্বরে কোটামুক্ত রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এতে নির্ধারিত ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পুরুষ এবং ২০ শতাংশ পোষ্য কোটা বহাল রাখার প্রস্তাব করা হয়। 

প্রাথমিকের শিক্ষক পদটি ১৩তম গ্রেড হওয়ার কারণে এই প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি মন্ত্রণালয় বিবেচনার পর বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে।