অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেন্ট যোসেফের অধ্যক্ষের প্রয়াণ, করোনায় আক্রান্ত ছিলেন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৭ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার   আপডেট: ১০:৩৮ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার

রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন মারা গেছেন।  মঙ্গলবার (৬ অক্টোবর)  সন্ধ্যায় পুরান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। ওই হাসাপাতালে তার করোনার চিকিৎসা চলছিল। তার বয়স হয়েছিল ৬১ বছর।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হন ব্রাদার রবি পিউরিফিকেশন। করোনামুক্ত হওয়ায় গতকাল সোমবার তার হাসপাতাল ছাড়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে পেটে সমস্যা দেখা দেয়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। তিনি কিডনি ও প্যানক্রিয়ার্সজনিত জটিলতাতেও ভুগছিলেন।

পারিবারিকসূত্রে জানা গেছে বুধবার (৭ অক্টোবর) বিকেলে ওয়ারিতে তাকে সমাহিত করা হবে। তার আগে মরদেহ সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে রাখা হবে।
স্কুলে মরদেহ নেওয়ার আগে মরদেহ তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জ এবং পুরোনো কর্মস্থল ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়ে নেওয়া হবে।

১৯৫৯ সালে গাজীপুর জেলার কালিগঞ্জের নাগরীতে জন্মগ্রহণ করেন রবি পিউরিফিকেশন। তিনি ঢাকার নবাবগঞ্জের বান্দুরা হলিক্রস ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়েরও প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকতা ছাড়াও মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ‘আপন’ ও ‘বারাকার’ পরিচালক ছিলেন তিনি।