অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভিসার মেয়াদ শেষ হলে নিবন্ধন করুন অনলাইনে

প্রকাশিত: ০৬:৪২ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার  

করোনার কারণে অনেক প্রবাসীই ফিরে যেতে পারেননি বিদেশে তাদের কর্মস্থলে।  অনেকেরেই ভিসা, ওয়ার্ক পারমিটের মেয়াদও্ শেষ হয়ে গেছে। এরকম আটকে পড়া প্রবাসীদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ অক্টোবর)  সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায় সংশ্লিষ্ট আন্তঃমন্ত্রণালয়সমূহের সমন্বয়ের মাধ্যমে বিদেশ ফিরে যেতে ইচ্ছুক কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো এবং ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।  

বিদেশ ফিরে যেতে চান এমন কর্মীদের বিএমইটির ওয়েবসাইটের লিংকে (www.old.bmet.gov.bd/BMET/returnMigrant) অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়। প্রবাসীরা কোনো ফি ছাড়াই যেকোনো জায়গা থেকে নিবন্ধন করতে পারবেন। এছাড়াও প্রয়োজনে কাছাকাছি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (ডিইএমও) যোগাযোগ করতে বলা হয়েছে।