ভর্তি পরীক্ষা পেছালো ঢাবিতে, শুরু ৬ আগস্ট থেকে
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার আপডেট: ০১:২৫ পিএম, ২৯ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
ভর্তি পরীক্ষা পেছালো ঢাবিতে, শুরু ৬ আগস্ট থেকে
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আড়াই মাস পিছিয়েছে। পরীক্ষা শুরু হবে আগামী ৬ আগস্ট।
পরীক্ষার তারিখ
- ৬ আগস্ট বিজ্ঞান অনুষদের ক ইউনিট
- ৭ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের খ ইউনিট
- ১৩ আগস্ট বাণিজ্য অনুষদের গ ইউনিট
- ১৪ আগস্ট ঘ ইউনিটের পরীক্ষা হবে
চারুকলা ইনস্টিটিউটের ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা হবে ৩১ জুলাই। অংকন পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
এর আগে ২১ মে থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
পাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী সকল ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুলাই থেকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।