মেসিকে তিন বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি!
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ এএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার আপডেট: ১১:১৪ এএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার
এক সময় লিওনেল মেসি আর বার্সেলোনা ছিলো সমার্থক। কিন্তু সাবেক প্রেসিডেন্ট বার্তামেউ এর কিছু সিদ্ধান্ত, নেইমার-সুয়ারেজের ক্লাব ছাড়াসহ বেশ কিছু বিষয়ের পর সম্পর্কটা ঠিক আগের মতো নেই৷
গতবছর তো ক্লাবকে জানিয়েই দেন যে নতুন গন্তব্যে যেতে চান। শেষ পর্যন্ত অনেক জল গড়িয়ে ঠিকই কাতালান শিবিরে থেকে গেছেন এই আর্জেন্টাইন। তবে আসন্ন গ্রীষ্মেই চুক্তির মেয়াদ শেষ হওয়া এখনও তার ভবিষ্যত নিশ্চিত নয়। এরমধ্যে এসেছে নানা খবর৷ তবে সর্বশেষটা একটু বিশেষই বলা যায়।
কারণ এই বোমা ফাটিয়েছেন বিখ্যাত সাংবাদিক মার্সেলো বেচলার। এই বেচলারই প্রথম জানিয়েছেন মেসি ক্লাব ছাড়তে চান এমনকি বার্সা ছেড়ে নেইমারের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যাওয়ার বিষয়টিও প্রথম তার কাছ থেকে ছড়িয়েছে৷ এ কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে তথ্যটি।
মার্সেলো জানিয়েছেন, মেসির কাছে তিন বছরের চুক্তি নিয়ে হাজির হয়েছে পিএসজি৷ তারমধ্যে দুই বছরের স্থায়ী ও একবছর মেয়াদ বাড়ানোর সুযোগ৷ ফরাসি জায়ান্টদের বিশ্বাস, তাদের প্রস্তাব আর্থিকভাবে এতটাই লোভনীয় যে কেউ ফিরিয়ে দেয়া কষ্টসাধ্য। এই পরিমাণ অর্থ কেউ দিতে সাহসও করবে না।
পিএসজি গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল খেলেছে। এবছর বার্সেলোনা, বায়ার্ন মিউনিখকে হারিয়ে এখন সেমিফাইনালে আছে। ধারাবাহিক এমন সাফল্যের পাশাপাশি নেইমারের সাথে আবারও একসঙ্গে খেলার শখটাও তাই পূরণ হতে পারে মেসির।
অন্যদিকে কোপা দেল রে জিতলেও চ্যাম্পিয়ন্স লীগে বারবার হোঁচট খাচ্ছে কাতালানরা। লীগ শিরোপাও এখনো নিশ্চিত নয়। তবে গ্রিজম্যানের সাথে সম্পর্কে উন্নতি ও বার্সার দেয়া নতুন প্রস্তাবে সম্মত হতেও পারেন মেসি৷
আর এমন ধোঁয়াশার কারণে জমে উঠছে তার সম্ভাব্য ভবিষ্যত নিয়ে আলোচনা।