অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের জন্য ৭০ মিলিয়ন ইউরো দিতে রাজি চেলসি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার  

ডিফেন্ডার রাফায়েল ভারানের জন্য রিয়াল মাদ্রিদের ঝুলিয়ে দেয়া ৭০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে চেলসি। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। 

আগামী বছরই রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হয়ে যাবে ফরাসি এই তারকার। তবে লস ব্লাঙ্কাসদের সঙ্গে চুক্তি বাড়াতে চান না ভারানে। যদিও তাকে এখনই ছেড়ে দিতে চান না জিনেদিন জিদান তবে চুক্তি নবায়ন না করলে ভারানেকে বিক্রি করে দিয়ে বড় অঙ্ক পকেটে ঢুকাতে চাইবে স্প্যানিশ জায়ান্টরা। 

চুক্তি নবায়ন হচ্ছে না এমন খবরে ভারানেকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেই এর মতো ক্লাব্। তবে সবাইকে ছাড়িয়ে এই দৌড়ে চেলসি এগিয়ে আছে বলে মুন্দো ডিপোর্তিভোর খবরে বলা হয়। 

গত সপ্তাহে ভারানেকে বিক্রির জন্য ৭০ মিলিয়ন ইউরো চান রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। আর সম্পূর্ণ অর্থ চেলসি দিতে রাজি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

ভারানে ছাড়াও নিজেদের ঘরের ছেলে হয়ে ওঠা সার্জিও রামোসকেও হারাতে হতে পারে লস ব্লাঙ্কোসদের। অধিনায়ক রামোসও চুক্তি নবায়ন নিয়ে পাকাপোক্ত কিছু বলছেন না। দুই মূল ডিফেন্ডারকে হারাতে চললেও স্প্যানিশ রেডিও কাছে পেরেজ বলেন, যে যেতে চায় তাকে যেতে দেয়া হবে। 

কিছুদিন আগের খবর অনুযায়ী বায়ার্ন মিউনিখ তারকা ডেভিড আলাবার সাথে পাঁচ বছরের চুক্তি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এই অস্ট্রিয়ান ডিফেন্ডারকে পেয়েই হয়তো স্বস্তিতে আছেন পেরেজ।