অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তিন বছরের নিষেধাজ্ঞার মুখে জ্লাতান ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২৩ এএম, ২৭ এপ্রিল ২০২১ মঙ্গলবার  

ফিফার তদন্তে দোষী প্রমাণিত হলে তিন বছর নিষিদ্ধ হতে পারেন ইব্রাহিমোভিচ।

ফিফার তদন্তে দোষী প্রমাণিত হলে তিন বছর নিষিদ্ধ হতে পারেন ইব্রাহিমোভিচ।

জন্ম তার মেসি-রোনালদোর জুগে। অন্যথা এসময় বিশ্বের সেরা ফুটবলার হয়তো বলা হতো তাকেই। জ্লাতান ইব্রাহিমোভিচের বিস্ময়কর সব গোলে মুগ্ধ হননি এমন দর্শক খুব কমই হবে। তবে এই খেলার সৌন্দর্য বাড়ানো ইব্রাই কিনা নিজের ক্যারিয়ারে যুক্ত করছেন সম্ভাব্য কলঙ্ক।  

একটি ক্রীড়াভিত্তির জুয়া সংস্থায় নিজের ভূমিকার জন্য ফিফার কাছ থেকে সম্ভাব্য তিন বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইব্রাহিমোভিচ। সম্প্রতি সুইডেনের সংবাদপত্র আফটনব্লাদেট বিল্ড দাবি করে, জুয়ার ওয়েবসাইট বেথার্ডের আংশিক মালিকানা আছে এই এসি মিলান স্ট্রাইকারের। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি তদন্ত শুরু করেছে ফিফা। 

ফিফার বিবৃতিতে জানানো হয়, সংস্থার ডিসিপ্লিনারি রেগুলেশন ৩১ (৪) অনুসারে ইব্রাহিমোভিচের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য তদন্ত করা হচ্ছে জ্লাতান ইব্রাহিমোভিচের বিরুদ্ধে। এই বিষয়ে পরবর্তী তথ্য জানিয়ে দেয়া হবে। 

উল্লেখ্য, ফিফার এই রেগুলেশন অনুযায়ী ফুটবল ম্যাচ, প্রতিযোগিতা অথবা ফুটবল সংশ্লিষ্ট যে কোন ধরনে জুয়া, বাজি, লটারি অথবা একই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কোন ফুটবলার জড়িত থাকতে পারবে না।

এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেননি ইব্রাহিমোভিচ। 

বর্তমানে এসি মিলানে খেলছেন এই সুইডিশ তারকা। চলতি মৌসুমে ১৭ গোল করায় তার সাথে আরও একবছরের চুক্তি করে ইতালিয়ান ক্লাবটি। এছাড়া ৫ বছর আগে জাতীয় দল থেকে অবসর নেয়ার পর আবারও ফিরেছেন সম্প্রতি বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে। 

যদি ফিফার তদন্তে দোষী প্রমাণিত হন তবে তিন বছরের নিষেধাজ্ঞা আসবে ইব্রার উপর। যা তার ফুটবল ক্যারিয়ার শেষ করে দিবে বলেই ধারণা।