অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা পজিটিভ
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার
করোনায় আক্রান্ত হয়েছেন পশ্চিমবাংলার খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে, তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ বলে জানা যায়। তারপর কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। আপাতত তার অবস্থা স্থিতিশীল।
গত কয়েকদিন ধরেই ৮৬ বছরের এই অভিনেতা অসুস্থ ছিলেন।
করোনা পরিস্থিতির কারণে বেশ কয়েকমাস থেকেই বন্ধ ছিল টালিউডের শুটিং। তবে সতর্কতা মেনে টালিউডে শুটিং শুরু হলে, ফের কাজ শুরু করেন সৌমিত্র। গত কিছুদিন ধরে নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে কাজ করছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, এসময়ের মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হোন।
প্রবীণ শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের আগে টালিউডে বেশ কয়েকজন শিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন। অভিনেত্রী কোয়েল মল্লিক, তার স্বামী নিসপাল সিংহ, বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তারা এ মুহুর্তে সুস্থ। প্রবীণ, দাপুটে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স একটু বেশি হওয়ায়, তার করোনায় আক্রান্ত হওয়ার খবরে দুশ্চিন্তার ছায়া পড়েছে টালিউডে।