শুরুর ধাক্কা কাটিয়ে ম্যানচেস্টার সিটির জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৫ এএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার
আগের ম্যাচেই এফএ কাপে চেলসির কাছে হেরে শেষ হয়েছে মৌসুমে সব শিরোপা জয়ের স্বপ্ন। অ্যাস্টন ভিলার বিপক্ষে শুরুতেই প্রিমিয়ার লিগ নিয়েও পড়তে হয় কিছুটা দুশ্চিন্তায়। কিন্তু প্রথমার্ধেই সব শঙ্কা কাটিয়ে জয় নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। সে সাথে মজবুত করেছে শীর্ষস্থান।
স্থানীয় সময় বুধবার (২১ এপ্রিল) প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা। প্রথম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক অ্যাস্টন ভিলা। পরে ফিল ফোডেনের গোলে সমতায় আসার পর জয়সূচক গোল করেন রদ্রি।
ম্যাচে মাত্র ২০ সেকেন্ডে গোল হজম করে সিটি। ডানদিক থেকে ওলি ওয়াটকিন্সের পাস ডি বক্সে পেয়ে ডান পায়ের শটে অ্যাস্টনকে এগিয়ে নেন স্কটিশ মিডফিল্ডার ম্যাকগিন। প্রিমিয়ার লিগে সবচেয়ে কম সময়ে গোলের তালিকায় যা উঠে এলো দ্বিতীয় স্থানে।
গোল হজম করলেও পরবর্তীতে খেলা গুছিয়ে নেয় সিটিজেনরা। ২০ মিনিটে প্রথম সুযোগ পায় সফরকরীরা। রিয়াদ মাহারেজের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান অ্যাস্টন গোলরক্ষক। কিন্তু দুই মিনিট পর শেষ রক্ষা হয়নি। ডান প্রান্ত থেকে বার্নার্দো সিলভার দারুণ কাটব্যাক থেকে সহজেই সমতা আনেন ফিল ফোডেন। আর ৪০ মিনিটে সিলভারই বাড়ানো বলে মাথা ছুঁয়ে সিটির জয় নিশ্চিত করেন রদ্রি।
ম্যাচ জিতে প্রিমিয়ার লিগ শিরোপার অনেকটাই কাছে চলে গেছে ম্যানিচেস্টার সিটি। ৩৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৭। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৬। যদিও রেড ডেভিলরা এক ম্যাচ কম খেলেছে। তবে পরের পাঁচ ম্যাচের দুই ম্যাচে জয় ও একটিতে ড্র করলেও শিরোপা যাবে সিটিজেনদের হাতে।