অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিষেধাজ্ঞার মুখে রিয়াল-বার্সা-চেলসিসহ ১২ ক্লাব ও ফুটবলাররা!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০৮ এএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার   আপডেট: ১১:১২ এএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার

নিষেধাজ্ঞার মুখে রিয়াল-বার্সা-চেলসিসহ ১২ ক্লাব ও ফুটবলাররা!

নিষেধাজ্ঞার মুখে রিয়াল-বার্সা-চেলসিসহ ১২ ক্লাব ও ফুটবলাররা!

গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। সোমবার (১৯ এপ্রিল) সকালে এক বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা এলো নতুন ইউরোপিয়ান সুপার লিগের (ইএসএল)। যেখানে থাকছে ফুটবলের বড় বড় সব ক্লাব। 

ইউরোপিয়ান সুপার লিগে নাম লেখানো ক্লাবগুলো হলো- স্পেনের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, ইতালির জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলান, ইন্টার মিলান, ইংল্যান্ডের লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আরসেনাল, চেলসি, টটেনহাম হটস্পার। 

তবে ইউরোপিয়ান সুপার লিগের উদ্বোধনটা সুখকর হয়নি। ঘোষণার পরপরই হুমকি দিয়ে রেখেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল পরিচালনায় থাকা উয়েফা এবং প্রত্যেক দেশের ক্লাবের লিগ কর্তৃপক্ষ। 

যৌথ বিবৃতিতে ফিফা, উয়েফা, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন,  ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ও স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই প্রতিযোগিতায় অংশ নেয়া ক্লাবগুলো সব ধরণের ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হবে। এমনকি এসব ক্লাবে খেলা ফুটবলাররাও জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাবেন না।

বিবৃতিতে ইএসএলে অংশ না নেয়ায় জার্মান ও ফরাসি ক্লাবগুলোকে ধন্যবাদ জানানো হয়। উল্লেখ্য, বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেইন্ট জার্মেই এই প্রতিযোগিতায় অংশ নিতে অস্বীকৃতি জানায়। বিবৃতিতে জানানো হয়েছে, এই ক্লাবগুলো নিজেদের স্বার্থই দেখার চেষ্টা করা হয়েছে। এমনটা মেনে নেয়া হবে না। 

আপাতত ১২ ক্লাব যুক্ত হলে মোট ২০ দল নিয়ে হওয়ার কথা ইএসএল। সে দলগুলোর জন্যও একই হুশিয়া