অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চাঁদের উৎপত্তি নিয়ে নতুন ভাবনা বিজ্ঞানীদের

প্রকাশিত: ০১:০১ এএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার   আপডেট: ০৮:৩০ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার

চাঁদের উৎপত্তি নিয়ে মহাকাশ বিজ্ঞানীরা এখনো পুরোপুরি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে অনুমান করা হয়েছে নানা কিছুই। সেসব অনুমানের অন্যতম হচ্ছে পৃথিবী থেকে ছিটকে পড়া গ্রহাণুই মূলত চাঁদ। তবে এবার বুঝি তা মিথ্যা প্রমাণিত হতে চলেছে।

বিজ্ঞানীদের নতুন কিছু ফাইন্ডিংস চাঁদের উৎপত্তি নিয়ে নতুন করে ভাবাচ্ছে।

বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন দ্য সায়েন্স অ্যলার্ট এমন তথ্য দিয়ে বলছে, সংক্ষেপে বিষয়টি হচ্ছে চাঁদে নতুন কিছু মেটালিক উপাদান পাওয়া গেছে যা থেকে চাঁদের উৎপত্তি নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। লোহা ও টিটেনিয়াম জাতীয় এই মেটালিক উপাদান থেকে ধারণা করা হচ্ছে চাঁদের উপরিতলের ঠিক নিচেই তাম্র জাতীয় পদার্থের বড় ভাণ্ডার রয়েছে।

এই ভাণ্ডার কতটা বড় এবং তা পৃথিবীর তুলনায় কতটুকু সেটাই এখন নির্ণয় করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। সেটা জানতে পারলেই, উপগ্রহটির উৎপত্তি বিষয়ক কিছু পুরোনো ধারণা হয়তো পাল্টেই যাবে।

এতদিনের ধারণা ছিল পৃথিবী থেকে ছিটকে পড়া গ্রহাণু ছিল এই চাঁদ। মনে করা হচ্ছিল, মহাকাশে কোন একটি তৃতীয় বিপুলাকৃতির গ্রহ-নক্ষত্রের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের ফলেই চাঁদের উৎপত্তি।

চাঁদের মাটিতে তাম্র জাতীয় পদার্থের পরিমাণ ঠিক কতটুকু সে বিষয়ে সঠিক ধারণা পেলে উৎপত্তি বিষয়ক ধারণা পাল্টে যেতে পারে। কারণ বিজ্ঞানীরা বলছেন চাঁদে যে পরিমাণ মেটালিক উপাদান রয়েছে বলে ধারণা করা হচ্ছে পৃথিবীর উপরিতলে ততটা মেটালিক উপাদান নেই। ফলে পৃথিবী থেকে চাঁদের সৃষ্টি সে ধারণা সঠিক নাও হতে পারে।