মেসির জোড়া গোলে কোপা দেল রে বার্সার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ এএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার আপডেট: ০১:০৩ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার
মাত্রই এল ক্লাসিকো হারার পর বার্সেলোনার ক্ষতটা আরও বাড়াতে চেয়েছিল অ্যাতলেটিক বিলবাও। কিন্তু ১২ মিনিটে ঝড়ে উল্টো একই মাসে জোড়া শিরোপা হারানোর আক্ষেপে পুড়তে হলো ক্লাবটিকে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বাদ ও লা লিগায় অনিশ্চিত হওয়ার পর অন্তত একটি শিরোপা জিতে মৌসুম শেষ করতে যাচ্ছে কোম্যানের শিষ্যরা।
স্থানীয় সময় শনিবার (১৭ এপ্রিল) রাতে সেভিয়ার মাঠ লা কার্তুসায় বিলবাওকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের শেষ দিকে গোলের খাতা খোলেন আঁতোয়া গ্রিজম্যান। পরের গোলটি করেন ফ্রাঙ্ক ডি ইয়ং আর শেষ দিকে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন লিওনেল মেসি।
কোম্যনের অধীনে প্রথম শিরোপা জয়ের দিনে সমালোচকদের জবাব দিলেন গ্রিজম্যান। ট্রল করে বলা হতো গ্রিজম্যান মাঠে নামলে দশজন নেয় খেলে বার্সা। ডি ইয়ংয়ে পাস থেকে ৬০ মিনিটের বল জালে জড়ান এই ফরাসি উই্ঙ্গার।
তার আগের সময়টা দুর্দান্তে খেলেও হতাশায় কাটাতে হয় কাতালানদের। প্রায় ৮৫ শতাংশ বল দখল ও ৯ বার গোলমুখে শট নিয়ে ব্যর্থ হয় ৩১ বারের চ্যাম্পিয়নরা। তবে প্রথম গোল হওয়ার পর পরেরগুলো পেতে আর দেরি হয়নি।
দ্বিতীয় গোলটি আসে ফ্রাঙ্ক ডি ইয়ং এর হেড থেকে। বাঁ থেকে জর্ডি আলবার বাড়ানো বলে মাথা ছোঁয়ান এই ডাচ মিডফিল্ডার। ৬৮ মিনিটে কোনাকুনি শটে নিজের প্রথম গোল আদায় করেন মেসি। আর ৭২ মিনিটে আলবার বাঁ দিক থেকে দেয়া পসে নিচু শটে স্কোরলাইন ৪-০ করেন এই আর্জেন্টাইন কিংবদন্তী।