চিত্রনায়ক ওয়াসিম মারা গেছেন
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০১:২৩ এএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার আপডেট: ০১:২৯ এএম, ১৮ এপ্রিল ২০২১ রোববার
চিত্রনায়ক ওয়াসিম
নন্দিত চিত্রনায়িকা কবরীর মৃত্যুর ২৪ ঘণ্টাও পেরোয়নি। এরমধ্যে এলো আরেক দুঃসংবাদ। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের আরেক বড় তারকা ওয়াসিম। শনিবার রাত বারোটার দিকে মারা যান তিনি (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। চিত্রনায়ক ওয়াসিম রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
ওয়াসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান।
একসময় বাংলা ছবির ফোক-ফ্যান্টাসি সিনেমার এক নম্বর আসনটি দখলে ছিল ওয়াসিমের। ১৯৭৪ সালে ঢাকাই ছবিতে ওয়াসিমের অভিষেক মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দোস্ত দুশমন’, ‘দি রেইন’, ‘সওদাগর’, ‘ছন্দ হারিয়ে গেলো’, ‘রাতের পর দিন’, ‘রাজদুলারী’, ‘বাহাদুর, ‘মানসী’, ‘নরম গরম’, ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘লাল মেম সাহেব’, ‘বিনি সুতার মালা’।
ছাত্রাবস্থায় বডি বিল্ডার হিসেবে নাম করেছিলেন ওয়াসিম। ১৯৬৪ সালে তিনি বডি বিল্ডিং এর জন্য ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন।